আপডেট: ২৪ জানুয়ারি ২০২৪, ০২: ৫৮|  অনলাইন সংস্করণ  ঐক্যবদ্ধ না হওয়ায় আন্দোলন ব্যর্থ 

ঐক্যবদ্ধ না হওয়ায় আন্দোলন ব্যর্থ হচ্ছে গণ অধিকার পরিষদ

ঐক্যবদ্ধ না হওয়ায় আন্দোলন ব্যর্থ 

রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হওয়ায় আন্দোলন ব্যর্থ হচ্ছে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের (নুর) সাধারণ সম্পাদক রাশেদ খান।  

আজ বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে রাশেদ খান এ কথা বলেন। মিথ্যা এবং হয়রানিমূলক রাজনৈতিক মামলায় আটক বন্দীদের মুক্তির দাবিতে এ অবস্থান কর্মসূচি পালন করে গণ অধিকার পরিষদ।  

metafore online

গণ অধিকার পরিষদের (নুর) সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে না গিয়ে জনগণ যে ঐক্যবদ্ধ, এর প্রমাণ তারা দিয়েছে। কিন্তু রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হওয়ায়, জনগণ সম্পৃক্ত হচ্ছে না। এ কারণেই আন্দোলন বারবার ব্যর্থ হচ্ছে। তাই সব বিভেদ ভুলে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তুললে, জনগণও আন্দোলনে নামবে বলে জানান তিনি।   ‘অভিনন্দন জানানো মানে অবৈধ নির্বাচন মেনে নেওয়া নয়’, জানিয়ে রাশেদ খান বলেন, জালিয়াতির এই সরকার এখন বলে বেড়াচ্ছে, তাদের নাকি আমেরিকা, ইউরোপ, জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে, অভিনন্দন জানিয়েছে।

গতকাল জাতিসংঘ বলেছে, তারা তাদের আগের অবস্থান থেকে সরে যায়নি। রীতি অনুযায়ী অভিনন্দন জানিয়েছে। আর যুক্তরাষ্ট্র আবারও বলেছে, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি।   আন্দোলনে ব্যর্থতার প্রসঙ্গে রাশেদ খান বলেন, ‘অনেক জায়গায় বিএনপিসহ আমাদের আন্দোলনের ব্যর্থতা খুঁজে বেড়ানো হচ্ছে। কিন্তু আমরা কি আসলেই ব্যর্থ? সরকার কীভাবে নির্বাচন করেছে, সেটা তো সরকারের সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকই বলে দিয়েছেন।

clipping path tech

বিএনপির মহাসচিব থেকে শুরু করে ৩০ হাজার নেতা-কর্মী জেলে, গুরুত্বপূর্ণ নেতাদের সাজা দেওয়া হয়েছে, জনগণের ভোটাধিকার হরণ করে বাংলাদেশকেই ওরা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে।’

  অবস্থান কর্মসূচিতে উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ বলেন, সরকার একদিকে কারাগারে ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি বন্দী রেখে মানবাধিকার লঙ্ঘন করছে; অন্যদিকে এই ‘ডামি’ সরকার দেশকে মহা কারাগারে পরিণত করেছে।   কর্মসূচিতে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে উচ্চতর পরিষদের সদস্য ফাতিমা তাসনিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আবদুর রহিম।

সম্পর্কিত খবর:

সীমান্তে হত্যা বন্ধে সরকার ব্যর্থ: এবি পার্টি

Share.
Leave A Reply

Exit mobile version