প্রকাশ: ০৭ জানুয়ারী, ২০২৪, ০৮: ০০|  অনলাইন সংস্করণ নির্বাচন নিয়ে সর্বশেষ তথ্য

প্রথম চার ঘণ্টায় ভোটার উপস্থিতি ২০ শতাংশের কম বলে জানা যাচ্ছে

নির্বাচন নিয়ে সর্বশেষ তথ্য

আপনি যদি কিছুক্ষণ আগে এই পাতায় যোগ দিয়ে থাকেন, তাহলে সর্বশেষ কিছু তথ্য: বাংলাদেশে সকাল ৮টা থেকে দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা পর্যন্ত।

metafore online

বিভিন্ন স্থান থেকে বিবিসির সংবাদদাতারা জানাচ্ছেন, সকাল থেকেই ভোট পড়ার হার খুবই কম। এমনকি অনেক ক্ষেন্দ্রে ভোটগ্রহণ শুরু হওয়ার বেশ কিছুক্ষণ পরে ভোটার আসতে দেখা গেছে।বেশিরভাগ ভোটকেন্দ্রে আওয়ামী লীগের এজেন্ট ছাড়া অন্য প্রার্থীদের এজেন্ট দেখা যায়নি। নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে হরতাল পালন করছে বিএনপি। চট্টগ্রামে হরতালের সমর্থনে মিছিলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মুন্সীগঞ্জের মিরকাদিমে সহিংসতায় একজনের মৃত্যু হয়েছে। মিরকাদিম পৌরসভার টেঙ্গর তিন রাস্তার মোড়ে ওই ব্যক্তি হেঁটে যাবার সময় তার উপর কে বা কারা হামলা করে। পুলিশ বলছে, নিহত ব্যক্তিও একটি হত্যা মামলার আসামী, পূর্বশত্রুতার জেরে তার উপর হামলা হয়ে থাকতে পারে।

নির্বাচনে অনিয়ম, সংঘাত ও জোর করে ব্যালটে সিল মারার অভিযোগে তিনটি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে। এগুলো হচ্ছে কিশোরগঞ্জ-৬ আসনের ৩৯ নম্বর কেন্দ্র, নরসিংদী-৪ আসনের ১৩৪ নম্বর কেন্দ্র এবং ফরিদপুর-৩ আসনের রনকাইল উচ্চবিদ্যালয় কেন্দ্র। চট্টগ্রামে পাহাড়তলী কলেজে দুই পক্ষের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা যাচ্ছে।

clipping path tech

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা ভোট বর্জনের আহ্বান জানিয়েছিল, ভোটাররা তাদেরই বর্জন করেছে। শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

সারাদেশে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিস্থিতিতে ভোট হচ্ছে। নির্বাচন নিয়ে নানা অনিয়মের অভিযোগ তুলেছেন তৃণমূল বিএনপির নেতা তৈমুর আলম খন্দকার। এজেন্টদের চনপাড়ার ভোটকেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে না বলে তিনি অভিযোগ করেছেন। নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যাচ্ছে, সারাদেশে ভোটে ৩৭টি স্থানে অনিয়ম ও গোলযোগের ঘটনা পাওয়া গেছে। জাল ভোটের অভিযোগে আটক করা হয়েছে ছয় জনকে। বরগুনায় একজনকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। অন্যদিকে, চট্টগ্রামের একজন মহিলা চেয়ারম্যান আটক করা হয়েছে।

সম্পর্কিত খবর:

ভোট গ্রহণ শেষ, চলছে গণনা, সারাদিন যা হলো

Share.
Leave A Reply

Exit mobile version