বাংলাদেশ পুলিশে কর্মরত ৪৩ কর্মকর্তাকে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

metafore online

৩১ অক্টোবর, মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়।

clipping path tech

 

কর্মকর্তাদের মধ্যে সাব-ইন্সপেক্টর (এসআই-নিরস্ত্র)) থেকে ২৯ জন, সাব-ইন্সপেক্টর (এসআই-সশস্ত্র) থেকে আটজন, পুলিশ সার্জেন্ট (শহর ও যানবাহন) থেকে চারজন Bangla News এবং পুলিশ টেলিকম সংস্থার টেকনিশিয়ান (সাব-ইন্সপেক্টর) থেকে সহকারী টেলিকম অফিসার (পুলিশ পরিদর্শক) হিসেবে দুইজনসহ মোট ৪৩ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

| Bangla News | bd news bangla | Bangla News | bd news bangla

বাংলাদেশ পুলিশে কর্মরত ৪৩ কর্মকর্তাকে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়েছে।

Buy Database Online – classy database

কর্মকর্তাদের মধ্যে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) থেকে ২৯ জন, সাব-ইন্সপেক্টর (সশস্ত্র) থেকে ৮ জন, পুলিশ সার্জেন্ট (শহর ও যানবাহন) থেকে ৪ জন এবং পুলিশ টেলিকম সংস্থার টেকনিশিয়ান (সাব-ইন্সপেক্টর) থেকে সহকারী টেলিকম অফিসার (পুলিশ পরিদর্শক) হিসেবে দুইজনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version