ভোটকেন্দ্রগুলোয় কুকুর-বিড়ালের অংশগ্রহণ থাকবে: মিজানুর রহমান

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান (মিনু) বলেছেন, ‘রাজশাহী-২ (সদর) আসন বিএনপির দুর্গ। এখানে ৭ জানুয়ারি নির্বাচনে ১ শতাংশও ভোট পড়বে না। ওই দিন কেন্দ্রগুলোয় কুকুর-বিড়ালের অংশগ্রহণ থাকবে।’আজ শনিবার দুপুরে রাজশাহীতে ভোট বর্জনের আহ্বান জানিয়ে প্রচারপত্র বিলির সময় সাংবাদিকদের এসব কথা বলেন মিজানুর রহমান।

clipping path tech

এর আগে নগরের মালোপাড়া এলাকায় দলীয় কার্যালয় থেকে দুপুর ১২টায় ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের প্রচারপত্র বিলি শুরু করে বিএনপি।

নেতা-কর্মীরা এ সময় ভোট বর্জনের নানা স্লোগান দেন। প্রচারপত্র বিতরণের নামে বিএনপি ফটোসেশন করছে: তথ্যমন্ত্রী প্রচারপত্র বিতরণের নামে বিএনপি ফটোসেশন করছে: তথ্যমন্ত্রী এ সময় কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের আরেক সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন (বুলবুল), রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী, যুগ্ম আহ্বায়ক নজরুল হুদাসহ বিএনপি ও সহযোগী সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। মিজানুর রহমান বলেন, ‘এই ভুয়া ডামি নির্বাচনে জনগণ অংশ নেবে না। খালেদা জিয়া ও তারেক রহমানের ডাকে মানুষ নির্বাচনে যাবেন না।

বিএনপি যে নির্বাচনে নেই, বাংলাদেশের মানুষও সেই নির্বাচনে নাই। ইতিমধ্যে দেখা গেছে, ২৪ হাজার কোটি টাকার বেশি বাংলাদেশ ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকে দেওয়া হয়েছে। মানে ইতিমধ্যেই জনগণ তাঁদের টাকাপয়সা ব্যাংক থেকে তুলে নিয়ে অসহযোগিতা করছেন। যার প্রমাণ ব্যাংকগুলো টাকাশূন্য হয়ে গেছে।’ ‘ভোট বর্জনের’ প্রচারপত্র বিলি জামায়াতের ‘ভোট বর্জনের’ প্রচারপত্র বিলি জামায়াতের মিজানুর রহমান আরও বলেন, কয়েক দিন আগেও জনগণের অংশগ্রহণে নির্বাচন করার শেষ সুযোগ ছিল এই সরকারের।

metafore online

কিন্তু একজন ব্যক্তির স্বৈরাচারী শাসনকে দীর্ঘায়িত করার জন্য ডামি নির্বাচনের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ স্বৈরশাসনের জাঁতাকলে পৃষ্ঠ হয়ে দেশ আজকে নিঃস্ব। জিনিসপত্রের দাম বেড়ে গেছে। ৭ জানুয়ারির ভোটে কেউ অংশ নেবেন না। কৃষিমন্ত্রীর হাতে ‘এক দফার’ প্রচারপত্র দিলেন বিএনপির নেতা ২০ ডিসেম্বর বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত অসহযোগ আন্দোলনের ডাক দেয় বিএনপি। ৭ জানুয়ারির ভোট বর্জন করা, ব্যাংকে টাকা না রাখা, সব ধরনের ভ্যাট-ট্যাক্স, ইউটিলিটি বিল দেওয়া স্থগিত ও মামলার হাজিরা না দিয়ে সরকারকে অসহযোগিতার আহ্বান জানায় দলটি। সেই আন্দোলন সফল করতে সারা দেশের মতো রাজশাহীতে বিএনপির মাঠে প্রচারপত্র বিলি করছে।ইতিমধ্যে দেখা গেছে, ২৪ হাজার কোটি টাকার বেশি বাংলাদেশ ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকে দেওয়া হয়েছে।

মানে ইতিমধ্যেই জনগণ তাঁদের টাকাপয়সা ব্যাংক থেকে তুলে নিয়ে অসহযোগিতা করছেন। যার প্রমাণ ব্যাংকগুলো টাকাশূন্য হয়ে গেছে।’ ‘ভোট বর্জনের’ প্রচারপত্র বিলি জামায়াতের ‘ভোট বর্জনের’ প্রচারপত্র বিলি জামায়াতের মিজানুর রহমান আরও বলেন, কয়েক দিন আগেও জনগণের অংশগ্রহণে নির্বাচন করার শেষ সুযোগ ছিল এই সরকারের। কিন্তু একজন ব্যক্তির স্বৈরাচারী শাসনকে দীর্ঘায়িত করার জন্য ডামি নির্বাচনের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ স্বৈরশাসনের জাঁতাকলে পৃষ্ঠ হয়ে দেশ আজকে নিঃস্ব। জিনিসপত্রের দাম বেড়ে গেছে। ৭ জানুয়ারির ভোটে কেউ অংশ নেবেন না। কৃষিমন্ত্রীর হাতে ‘এক দফার’ প্রচারপত্র দিলেন বিএনপির নেতা ২০ ডিসেম্বর বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত অসহযোগ আন্দোলনের ডাক দেয় বিএনপি। ৭ জানুয়ারির ভোট বর্জন করা, ব্যাংকে টাকা না রাখা, সব ধরনের ভ্যাট-ট্যাক্স, ইউটিলিটি বিল দেওয়া স্থগিত ও মামলার হাজিরা না দিয়ে সরকারকে অসহযোগিতার আহ্বান জানায় দলটি। সেই আন্দোলন সফল করতে সারা দেশের মতো রাজশাহীতে বিএনপির মাঠে প্রচারপত্র বিলি করছে।

সম্পর্কিত খবর:

রানীনগরে নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন, স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ

Share.
Leave A Reply

Exit mobile version