১২ দিনে ৫০ কর্মী-সমর্থক আহত, ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ

কর্মী-সমর্থকদের ওপর অব্যাহত হামলার অভিযোগে ঝিনাইদহ-২ (সদর ও হরিণাকুণ্ডু) আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী সংবাদ সম্মেলন করেছেন। তিনি ঈগল প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। শুক্রবার ঝিনাইদহ পৌরসভা মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি প্রতিপক্ষের হামলার শিকার বেশ কয়েকজনকে হাজির করেন। পাশাপাশি ভিডিও চিত্রের মাধ্যমে হামলায় আহত বেশ কয়েকজনের বক্তব্য দেখান। সংবাদ সম্মেলনে নাসের শাহরিয়ার জাহেদী বলেন, মুঠোফোনের ব্যবসা করেন ঝিনাইদহের গান্না বাজারের আলাউদ্দিন। তিনি ঈগলের সমর্থক। নৌকার সমর্থকেরা তাঁকে কুপিয়ে আহত করেছেন।

metafore online

হিরাডাঙ্গার মকছেদ আলীও ঈগলের সমর্থক। প্রতিপক্ষ তাঁর বাড়িতে হামলা করে তাঁকে না পেয়ে স্ত্রী ছামিনা বেগমকে পিটিয়ে পা ভেঙে দিয়েছে। কলমনখালীর রাজা বিশ্বাসকেও পিটিয়ে আহত করা হয়েছে।

নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর গত ১২ দিনে এভাবে কমপক্ষে ৫০ জন কর্মী-সমর্থককে আহত করা হয়েছে। এসব ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি জানান ঈগলের প্রার্থী। নওগাঁ-২ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যু নওগাঁ-২ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যু নাসের শাহরিয়ার বলেন, তিনি ১৫ বছর ধরে আওয়ামী লীগ করছেন। জেলা কমিটির সহসভাপতি আছেন ১২ বছর। নিজে পড়ালেখা করে দেশে-বিদেশে চাকরি করেছেন। এরপর ব্যবসা শুরু করেন।

রাজনীতি করতে এসে মনে করেন, জনগণের সেবা করতে হলে জনগণের প্রতিনিধি হতে হবে। তাই তিনি দলীয় মনোনয়ন চেয়েছিলেন। নেত্রী তাঁকে মনোনয়ন না দিলেও ভোট করার জন্য উন্মুক্ত পরিবেশ করে দিয়েছেন। তাই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি। নাসের শাহরিয়ার বলেন, জনগণ তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করলে তাঁর প্রধান কাজ হবে ঝিনাইদহকে বাসযোগ্য করে গড়ে তোলা। যেখানে কোনো হানাহানি থাকবে না, সবার মধ্যে থাকবে সুন্দর-সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। এ ছাড়া তাঁর কাজ থাকবে ঝিনাইদহকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা। তিনি যেকোনো মূল্যে মাগুরা থেকে ঝিনাইদহ হয়ে মোবারকগঞ্জ স্টেশনে রেলসংযোগ স্থাপনে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জ-১ আসনের মুকসুদপুরে ‘নৌকা’ ও ‘ঈগল’ প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মোচনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদ মোল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।দিকে, স্বতন্ত্র প্রার্থী মো. কাবির মিয়ার সমর্থক লাকিয়া বেগম নামের এক নারী মুকসুদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার মোচনা ইউনিয়নের শুয়াশুর গ্রামে ঘটনাটি ঘটে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুল সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেনআহতরা হলেন, রুবেল শেখ (৩৫), ফিরোজ শেখ (৬৫), বিপ্লব শেখ (৩০), শামিম শেখ (৩৫), রসুল শেখ (৩০),তানিয়া আক্তার (২২), কাদু শেখসহ (৫০) ২০ জন। আহতদের মুকসুদপুর ও ফরিদপুর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

clipping path tech

পুলিশ ও স্থানীয়রা জানান, শুয়াশুর গ্রামে নৌকা প্রতীকের প্রার্থী মুহাম্মদ ফারুক খানের সমর্থক মোচনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদ মোল্যা ও তার দুই ভাই মনির মোল্যা এবং এনামুল মোল্যার নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থী মো. কাবির মিয়ার সমর্থকদের ওপর হামলা হয়েছে বলে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের  নারীসহ অন্তত ২০ জন আহত হন। এসময় ৩টি দোকান ও রাজ্জাক শেখ, মারুফ শেখ, নওসার শেখ, রবিউল শেখেরসহ অন্তত ৮ বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুল বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না। মুঠোফোনে জানতে পেরেছি আজ শুয়াশুর গ্রামে নৌকা সমর্থক ও ঈগলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন।

মুকসুদপুর থানার ওসি আশরাফুল আলম জানান, নৌকা ও ঈগলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মোচনা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. ইমদাদ মোল্লাকে থানায় আনা হয়েছে। অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ঝিনাইদহ সদর উপজেলায় নৌকা সমর্থকদের মিছিলে হামলার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার সুরাট বাজার থেকে ঝিনাইদহ-২ আসনের নৌকার সমর্থকরা একটি মিছিল বের করে। মিছিলটি বাগডাঙ্গা গ্রামে পৌঁছালে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের সমর্থকরা তাদের উপর হামলা চালায়। হামলায় আওয়ামী লীগ কর্মী আশিকুর রহমান, বাপ্পি ও বকুল আহত হয়। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন বলেন, সন্ধ্যার সন্ধ্যার দিকে নৌকা প্রতীকের সমর্থকরা একটি মিছিল বের করে। সেই মিছিলে হামলা চালায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

সম্পর্কিত খবর:

মুকসুদপুরে নৌকা ও ঈগলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২০

Share.
Leave A Reply

Exit mobile version