নওগাঁর দুই উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুই আদিবাসী নারী কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পোরশা উপজেলার পূর্ণভবা ও একই দিন বিকেলে মহাদেবপুরের ছিলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের ছিলিমপুর গ্রামের নেপাল পাহানের স্ত্রী শ্রীমতি পাহান (২৭) ও মৃত সুবেন্দ্রনাথ পাহানের স্ত্রী সবানী পাহান (৬৫) ও পোরশা উপজেলার নিতপুর চকবিষ্ণপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলের রফিকুল ইসলাম(৫০)।

পোরশা থানার ওসি জহুরুল ইসলাম জানান, দুপুরে রফিকুল ইসলাম পূর্ণভবা নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে বৃষ্টি শুরু হওয়ার পর বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রফিকুল মারা যান। পরে খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

মহাদেবপুর থানার ওসি মোজাফফর হোসেন বলেন, শনিবার বিকেলে শ্রীমতি পাহান ও সবানী পাহান বাড়ির পাশের মাঠে ধান ক্ষেতে ধানের আগাছা পরিষ্কার করার কাজ করছিলেন। এ সময় বৃষ্টিপাত ঘটলে ঘটনাস্থলেই তাদের দুজনেরই মৃত্যু হয়।

Share.
Leave A Reply

Exit mobile version