প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলা ছাত্রলীগ নেতা এ.কে আজাদ রাসেল নানা প্রজাতির ৭৭টি ফলজ গাছ রোপন করেছেন। শুক্রবার সকাল ১০টার দিকে তিনি ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার চাঁপাপুর ও কুন্দগ্রাম ইউপির দুটি সড়কের পাশে এসব গাছ রোপন করেন। রোপনকৃত গাছের মধ্যে ছিলো আম, কাঁঠাল ও জলপাই। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা জাকারিয়া, সুমন, বায়জিদ, জেজার এবং কুন্দগ্রাম ইউনিয়ন ছাত্রলীগ নেতা আরিফ, রাব্বি ও ইমরান প্রমুখ।

উপজেলা ছাত্রলীগ নেতা এ.কে আজাদ রাসেল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে একটি এতিমখানায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম। আজ শুক্রবার সকাল থেকে ৭৭টি বৃক্ষ রোপন করেছি। এসব গাছ গরু, ছাগলের হাত থেকে রক্ষা করতে প্লাষ্টিকের পাইপ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।

বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-মাহিদুল ইসলাম জয় জানান, ছাত্রলীগ নেতা রাসেলের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে লাগানো গাছগুলো মানুষকে ছায়া ও ফল দিবে। এসব গাছ থেকে মানুষ উপকৃত হবে।

ক্রেডিট : আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক

Share.
Leave A Reply

Exit mobile version