নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতিবিলে ভ্রমণে এসে নৌকাডুবির ঘটনায় দুই সহোদরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হালতিবিলের খোলাবাড়িয়া জিরো পয়েন্টে এ নৌকা ডুবির ঘটনা ঘটে। নৌকাডুবির পর দুই ভাই নিখোঁজ ছিল। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ভাইকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন ইনচার্জ মেহেরুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত দুই শিশুর নাম আব্দুর রহমান (৯) ও সাদমান আব্দুল্লাহ (১১)। তারা আপন দুই ভাই। নিহত দুই সহোদর জেলার লালপুর এলাকার আরিফ ইসলামের ছেলে।

নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার নাটোরের লালপুর উপজেলার আরিফ ইসলামের বৃদ্ধ মা ও স্ত্রী ও তার দুই ছেলে নলডাঙ্গার এক ব্যবসায়ীর বাড়িতে বেড়াতে আসে। বিকেলে আত্মীয় পরিবারসহ হালতি বিলের মেহের আলীর নৌকা ভাড়া নিয়ে তারা ভ্রমণে বের হন। নৌকায় মোট ১৭ জন যাত্রী ছিল।

সন্ধ্যা ৬টার দিকে ফেরার পথে খোলাবারিয়া এলাকায় বৈদ্যুতিক খুঁটির টানা দেওয়া তারের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়। এ সময় অন্যরা সাঁতার কেটে তীড়ে উঠলেও আরিফুল ইসলামের দুই শিশু পানিতে ডুবে যায়।

নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন ইনচার্জ মেহেরুল বলেন, নলডাঙ্গার এক আত্মীয় বাড়িতে লালপুর উপজেলার আরবার গ্রামের আরিফ নামের এক ব্যাক্তির পরিবার বেড়াতে আসেন। শুক্রবার বিকেলে হালতি বিলে নৌকা ভ্রমণে বের হলে তাদের নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দুই শিশুকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সুত্র : কালবেলা

Share.
Leave A Reply

Exit mobile version