রান্নাঘরের অতি প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে একটি হল তেজপাতা।প্রাচীন কাল থেকে বহু ভেষজ গুণের অধিকারী এই তেজপাতা। প্রাচীন ভারতীয় অ্যারোমা থেরাপি অনুসারে, তেজপাতার সুগন্ধ শরীরও মনে ইতিবাচক প্রভাব এনে দেয়। (তথ্য: পিয়া গুপ্তা)

রান্নাঘরের অতি প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে একটি হল তেজপাতা।প্রাচীন কাল থেকে বহু ভেষজ গুণের অধিকারী এই তেজপাতা। প্রাচীন ভারতীয় অ্যারোমা থেরাপি অনুসারে, তেজপাতার সুগন্ধ শরীরও মনে ইতিবাচক প্রভাব এনে দেয়। (তথ্য: পিয়া গুপ্তা)

metafore online

বিশিষ্ট জ্যোতিষী রামকৃষ্ণ সাহা জানান খাবারে ব্যবহার ছাড়াও এ তেজপাতার অনেক গুণাবলী।অবসাদ, উদ্বেগ বা কোনও মানসিক চাপ থেকে মুক্তি পেতে প্রাচীন কাল থেকে এই তেজপাতার ব্যবহার হয়ে আসছে।(তথ্য: পিয়া গুপ্তা)

clipping path tech

একটি পাত্রের মধ্যে পাঁচটি কিংবা সাতটি তেজপাতা নিয়ে ধুপদানিতে করে সেই তেজপাতার ধোঁয়া পুরো ঘরে ছড়ান। তেজপাতার সেই ধোঁয়া থেকে শুধু জীবাণু নয়, ঘরের মধ্যে অবস্থিত নেগেটিভ শক্তি ও দূর হয়ে যাবে।(তথ্য: পিয়া গুপ্তা)

তেজপাতা পোড়ার গন্ধ শারীরিক ক্লান্তি, গাটের ব্যথা, ভাইরাল ইনফেকশন ইত্যাদি থেকে মুক্তি দেবে।অন্যদিকে আমাদের স্নায়ুতন্ত্রেও এই সুগন্ধ বিশেষ প্রভাব বিস্তার করে।(তথ্য: পিয়া গুপ্তা)

Buy Database Online – classy database

 

যেমন, এই তেজপাতার গন্ধ উত্তেজনা Bangla News প্রশমন করে মনকে শান্ত হতে সাহায্য করে। এর ফলে অবসাদ দূর হয়ে মানসিক শান্তি ফিরে আসে।এই কারণেই ধ্যান বা যোগ ব্যয়ামের সময় অনেকে তেজপাতা পোড়া ধোঁয়া ব্যবহার করে থাকেন।(তথ্য: পিয়া গুপ্তা)

বলা হয়, সামগ্রিকভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও তেজ পাতা পোড়ার গন্ধ বিশেষভাবে কার্যকর হয়ে থাকে। তাহলে দেরি না করে শরীর ও মন চাঙ্গা রাখতে ঘরে ব্যাবহার করুন তেজপাতার ধোঁয়া।(তথ্য: পিয়া গুপ্তা)

Share.
Leave A Reply

Exit mobile version