আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১২:৫৯ এএম |  অনলাইন সংস্করণ  কন্যা জোয়াকে তারকা

কন্যা জোয়াকে তারকা কিডস লঞ্চ করার বিষয়ে জাভেদ আখতার: ‘তাকে প্রশ্ন করা উচিত নয়…’


জোয়া আখতার দ্য আর্চিসের সাথে সাতটি নতুন মুখ লঞ্চ করছেন, যার মধ্যে রয়েছে তারকা কিডস সুহানা খান, খুশি কাপুর এবং অগস্ত্য নন্দা। চলচ্চিত্র নির্মাতা জোয়া আখতারের জনপ্রিয় কমিক The Archies-এর রূপান্তর 7 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে৷ Netflix অরিজিনাল সাতজন নতুন অভিনেতাকে দেখায়৷ এই সাতজন অভিনেতার মধ্যে, খুশি কাপুর, সুহানা খান এবং অগস্ত্য নন্দা চলচ্চিত্র পরিবার থেকে এসেছেন, এবং এটি আবার স্বজনপ্রীতি বিতর্কের সূত্রপাত করেছে৷

যাইহোক, জোয়ার বাবা এবং চিত্রনাট্যকার-গীতিকার জাভেদ আখতার তারকা কিডস লঞ্চ করার জন্য তার মেয়েকে রক্ষা করেছেন। সাহিত্য আজতক 2023-এর সময়, জাভেদ বলেছিলেন যে জোয়া যাকে কাস্ট করতে চান তাকে কাস্ট করতে স্বাধীন হতে হবে এবং একজন পরিচালক হিসাবে এটি তার অধিকার। তিনি যোগ করেছেন যে এটি স্বজনপ্রীতি নয় কারণ তিনি তার নিজের ঝুঁকিতে তারকা বাচ্চাদের পরিচয় করিয়ে দিচ্ছেন এবং তাদের সুবিধাপ্রাপ্ত ব্যাকগ্রাউন্ডের কারণে নয়।

metafore online

বড় পর্দাকে নয়, অভিনয়ে আত্মপ্রকাশের জন্য বরং ওটিটি প্ল্যাটফর্মকে নির্বাচন করলেন একাধিক তারকাসন্তান। বলিউডের ‘শাহেনশা’ অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দ থেকে শুরু করে বলিপাড়ার ‘বাদশা’ শাহরুখ খানের কন্যা সুহানা খান, প্রয়াত বলি অভিনেত্রী শ্রীদেবীর কন্যা খুশি কপূর, সকলেই একসঙ্গে ধরা দিয়েছেন ‘দ্য আর্চিজ়’ ছবিতে। নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘দ্য আর্চিজ়’ ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন জ়োয়া আখতার।

দ্য আর্চিজ়’ ছবি মুক্তির আগে থেকেই স্বজনপোষণ নিয়ে অনবরত কটাক্ষের শিকার হয়ে চলেছেন জ়োয়া

বলিপাড়ার একাংশের দাবি, হিন্দি ফিল্মজগতের নামজাদা তারকাদের সন্তানদের অভিনয়ের সুযোগ দিতেই জ়োয়া পাতে সাজিয়ে তাঁদের জন্য এই ছবি তৈরি করেছেন।তারকাসন্তানেরা খুব সহজেই বলিউডে অভিনয়ের সুযোগ পেয়ে যান।

clipping path tech

কিন্তু ফিল্মজগতের সঙ্গে সরাসরি যোগাযোগ না থাকলে ‘বহিরাগত’দের বলিউডে নিজেদের কেরিয়ার গড়ে তোলার পথ খুব একটা সহজসাধ্য নয় বলেই দাবি করেন বলিপাড়ারই একাংশ। জ়োয়াও নাকি ‘দ্য আর্চিজ়’ তৈরি করতে স্বজনপোষণতার হাত ধরেছেন।

হিন্দি ফিল্মজগতের রন্ধ্রে রন্ধ্রে যে এখনও স্বজনপোষণতার বীজ ছড়িয়ে রয়েছে তা নিয়েও সমালোচনা করতে পিছপা হননি বলিপাড়ার একাংশ।তবে পরিচালক-কন্যা জ়োয়ার সমর্থনে পাশে দাঁড়িয়েছেন তাঁর বাবা জাভেদ আখতার। বলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার জাভেদের মন্তব্য, হিন্দি ফিল্মজগতে স্বজনপোষণতার লেশমাত্র নেই। তাঁর কন্যা জ়োয়াও স্বজনপোষণতার ধার ধারেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই দাবি করেন জাভেদ।

সম্পর্কিত খবর

‘সিন্ডিকেটের খেলায় আমি ক্লান্ত অসুস্থ’

Share.
Leave A Reply

Exit mobile version