আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪০ এএম |  অনলাইন সংস্করণ    মাদকসংক্রান্ত

হোয়াটসঅ্যাপে মাদকসংক্রান্ত গ্রুপের অ্যাডমিন দীপিকা!

মাদকসংক্রান্ত

বলিউডের এই মুহূর্তের সবচেয়ে ‘দামী’ অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ঘনিষ্ঠ বেশ কয়েক জনকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এ কারণে শনিবার মাদককাণ্ডে জিজ্ঞাবাদের জন্য এনসিবি দফতরে হাজির হচ্ছেন বলিউডের এ অভিনেত্রী। খবর আনন্দবাজার পত্রিকার। বলিউড তারকা সুশান্তের মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে নামী-দামী অনেক তারকারই ডাক পড়ছে বিভিন্ন গোয়েন্দা সংস্থায়।

Buy Database Online – classy database

গোয়েন্দা সংস্থা বলছে, সুশান্তের সাবেক ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহা, দীপিকার ম্যানেজার কারিশ্মা প্রকাশ এবং দীপিকা নিজেও একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত ছিলেন, যেখানে নিয়মিত মাদক সংক্রান্ত আলোচনা চলত। এনসিবি ভরছে, জেরায় জয়া জানিয়েছেন ওই গ্রুপের অ্যাডমিন ছিলেন দীপিকাই। জয়া গ্রুপটি তৈরি করেছিলেন এবং মেম্বার ছিলেন কারিশ্মা।

এই তথ্য প্রকাশ্যে আসতেই বহুল চর্চিত ‘ডি’ এবং ‘কে’র মাদক সংক্রান্ত যে হোয়াটসঅ্যাপ চ্যাট সম্প্রতি প্রকাশ্যে এসেছিল তা যে আদপে দীপিকা এবং করিশ্মারই সেই তথ্য ক্রমশ জোরালো হয়ে উঠছে। এর আগে প্রায় ৭ ঘণ্টা করিশ্মাকে জেরা করেছে এনসিবি। এ সময় নতুন তথ্য ফাঁস করেছেন কারিশ্মা। শনিবার আবার তাকে ডেকে পাঠিয়েছে এনসিবি। এদিন মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে দীপিকা এবং কারিশ্মাকে।

বলিউডের এই মুহূর্তের সবচেয়ে ‘দামী’ অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ঘনিষ্ঠ বেশ কয়েক জনকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।এ কারণে শনিবার মাদককাণ্ডে জিজ্ঞাবাদের জন্য এনসিবি দফতরে হাজির হচ্ছেন বলিউডের এ অভিনেত্রী। খবর আনন্দবাজার পত্রিকার। বলিউড তারকা সুশান্তের মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে নামী-দামী অনেক তারকারই ডাক পড়ছে বিভিন্ন গোয়েন্দা সংস্থায়।

clipping path tech

গোয়েন্দা সংস্থা বলছে, সুশান্তের সাবেক ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহা, দীপিকার ম্যানেজার কারিশ্মা প্রকাশ এবং দীপিকা নিজেও একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত ছিলেন, যেখানে নিয়মিত মাদক সংক্রান্ত আলোচনা চলত।

এনসিবি ভরছে, জেরায় জয়া জানিয়েছেন ওই গ্রুপের অ্যাডমিন ছিলেন দীপিকাই। জয়া গ্রুপটি তৈরি করেছিলেন এবং মেম্বার ছিলেন কারিশ্মা।

এই তথ্য প্রকাশ্যে আসতেই বহুল চর্চিত ‘ডি’ এবং ‘কে’র মাদক সংক্রান্ত যে হোয়াটসঅ্যাপ চ্যাট সম্প্রতি প্রকাশ্যে এসেছিল তা যে আদপে দীপিকা এবং করিশ্মারই সেই তথ্য ক্রমশ জোরালো হয়ে উঠছে। এর আগে প্রায় ৭ ঘণ্টা করিশ্মাকে জেরা করেছে এনসিবি। এ সময় নতুন তথ্য ফাঁস করেছেন কারিশ্মা। শনিবার আবার তাকে ডেকে পাঠিয়েছে এনসিবি। এদিন মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে দীপিকা এবং কারিশ্মাকে।

হোয়াটসঅ্যাপে মাদক সংক্রান্ত চ্যাট গ্রুপের অন্যতম অ্যাডমিন ছিলেন দীপিকা পাড়ুকোন। এনসিবি-র রিপোর্টে এমনই চমকে দেওয়া দাবি করা হয়েছে।সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে জড়িয়ে যাওয়া ড্রাগ তদন্ত প্রতি সপ্তাহে তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে । বর্তমানে এই মামলাকে হাতিয়ার করেই বলিউডের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে থাকা মাদক চক্রের যোগসাজশকে খুঁজে বের করার লক্ষ্যে কোমর বেঁধে নেমেছেন এন সি বি আধিকারিকেরা ।

metafore online

তদন্তে নামা ইস্তক তাঁদের হাতে যে ভাবে একের পর এক প্রথম সারির বলি তারকার নাম উঠে এসেছে ,

তাতে তাঁদের চোখ কপালে উঠেছে ।সাম্প্রতিক টাইমস নাও রিপোর্ট অনুসারে, এন সি বি সূত্রে জানা গিয়েছে যে হোয়াটস্যাপ চ্যাটের সূত্র ধরে শনিবার অভিনেত্রীকে ডেকে পাঠিয়েছে এনসিবি, সেই গ্রুপের অ্যাডমিনিস্ট্রেটর নিজেই ছিলেন দীপিকা ।

গ্রুপের অপর অ্যাডমিন ছিলেন ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহা , আজ এনসিবি-র জিজ্ঞাসাবাদের সামনে নিজেই স্বীকার করে জানিয়েছেন এ কথা তিনি । ইতিমধ্যেই নার্কোটিকসের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে সারা আলি খান , রাকুল প্রীত সিং , সিমন খাম্বট্টাকে । বৃহস্পতিবারই এনসিবির কাছে হাজিরা দেন সিমন । নাম জড়িয়েছে শ্রদ্ধা কাপুরেরও , যা আরো বড় চক্রের সন্ধান দিতে পারে বলেই মনে করছেন গোয়েন্দারা ।

এছাড়া KWAN ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সিতে কর্মরত করিশমা প্রকাশকেও এই সপ্তাহে তলব করা হয়েছিল। সংস্থার সিইও ধ্রুব চিতগোপেকার এবং চলচ্চিত্র প্রযোজক মধু মন্টেনাকেও জেরার জন্য ডেকে পাঠায় নারকোটিকস কন্ট্রোল ব্যুরো । গত ১৪ই জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় ।

ইতিমধ্যেই ইডি এবং সিবিআই এই কেসের তদন্ত এগিয়ে নিয়ে চলেছে । ইডির তরফে মামলার সাথে মাদক চক্রের যোগসাজশ খুঁজে পাওয়ার দরুন আসরে নেমেছে অপর কেন্দ্রীয় সংস্থা নারকোটিকস কন্ট্রোল ব্যুরো । ইতিমধ্যেই তাদের হাতে গ্রেফতার হয়ে আদালতের নির্দেশে আপাতত জেল হেফাজতে মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই সৌভিক । তাঁদের জেরা করেই চক্রের সাথে যুক্ত বলিউডের একাধিক বড় মাথার সন্ধান পেয়েছেন গোয়েন্দারা।

সম্পর্কিত খবর:

তথ্যপ্রযুক্তির মামলায় অভিযোগ গঠন, ন্যায় বিচার প্রত্যাশা

Share.
Leave A Reply

Exit mobile version