আপডেট :২১ জানুয়ারি ২০২১, ১৫:৩৪পিএম |  অনলাইন সংস্করণ    করোনামুক্ত আজিজুল 

করোনামুক্ত আজিজুল হাকিম সেরে উঠছেন

করোনামুক্ত আজিজুল

অভিনেতা আজিজুল হাকিম করোনাভাইরাস মুক্ত হয়েছেন। তিনি ধীরে ধীরে সেরে উঠছেন। তিনি এখন হাঁটতে পারছেন। স্বাভাবিক খাবার খেতে পারছেন।করোনায় আক্রান্ত হয়ে গত ১২ নভেম্বর থেকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি গুণী এ অভিনেতা।

ডাক্তারের ছাড়পত্র নিয়ে আজ তার বাসায় ফেরার কথা রয়েছে। আজিজুল হাকিমের চিকিৎসার নিয়মিত খোঁজখবর রাখা উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদ বলেন, আজিজুল হাকিম ভাই স্বাভাবিকভাবেই কথা বলেছেন আমার সঙ্গে। কথা বলে বুঝতে পেরেছি, তিনি মানসিকভাবে বেশ উৎফুল্ল। আমাদের খোঁজখবর নিয়েছেন। তার সঙ্গে কথা বলে বেশ ভালো লেগেছে। কারণ তার মতো গুণী মানুষের সংস্কৃতি অঙ্গনে খুব দরকার। দ্রুতই বাসায় ফিরতে চান তিনি। তার ইচ্ছানুযায়ী আজ বাসায় ফেরার কথা জানতে পেরেছি। শারীরিক দুর্বলতা ও জ্বর নিয়ে গত ১০ নভেম্বর নমুনা পরীক্ষায় অভিনেতা আজিজুল হাকিমের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে।

metafore online

প্রথম দিকে নিজ বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন তিনি।

কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১২ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর পর আরও খারাপ পরিস্থিতির দিকে গেলে ১৫ নভেম্বর লাইফ সাপোর্টে নেয়া হয় তাকে। সেখানে কয়েক দিন থাকার পর আইসিইউ হয়ে এখন সাধারণ কেবিনে চিকিৎসাধীন তিনি। একই সময় তার স্ত্রী জিনাত হাকিম ও সন্তান মোহাইমিনও করোনায় আক্রান্ত ছিলেন।

তবে তারা বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়েছেন। অসুস্থতার আগে কায়সার আহমেদের পরিচালনায় আরটিভির নিজস্ব প্রযোজনায় প্রতিদিনের ধারাবাহিক নাটক ‘গোলমাল’-এ অভিনয় করছিলেন আজিজুল হাকিম। আজিজুল হাকিমের বয়স হয়েছে ৬১ বছর। টেলিভিশন, সিনেমা ও মঞ্চের জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। ১৯৮১ সালে কর্মজীবন শুরু করেন তিনি। টিভি নাটকে অভিনয় করে ব্যাপক পরিচিতি লাভ করেন এ অভিনেতা। এখনও অভিনয় করে যাচ্ছেন।১৯৯৩ সালে নাট্যকার জিনাত হাকিমকে বিয়ে করেন আজিজুল হাকিম। মেয়ে নাজাহ হামিক ও ছেলে মুহাইমিন রেদোয়ানকে নিয়েই তাদের সংসার।

নন্দিত অভিনেতা আজিজুল হাকিম ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বর্তমানে তিনি হাঁটাহাঁটি করতে পারছেন ও স্বাভাবিকভাবে খাবার খেতে পারছেন।

তার ফুসফুসের সংক্রামও এখন নিয়ন্ত্রণে। ৬১ বছর বয়সী এই অভিনেতার শারীরিক সর্বশেষ অবস্থা জানিয়ে বাংলানিউজকে এসব তথ্য দিয়েছেন আজিজুল হাকিমের ভাই সোহেল হাকিম। তিনি বাংলানিউজকে বলেন, ভাইয়া এখন ভালো আছেন। তাকে আইসিইউ থেকে সাধারণ কেবিনে রাখা হয়েছে। তিনি শঙ্কামুক্ত, সুস্থ হয়ে উঠছেন। তবে চিকিৎসক এখনো তাকে আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখছেন।

আজিজুল হাকিমের জ্বর ও ঠাণ্ডা কমেছে। তার আর কোনো শারীরিক জটিলতা দেখা না দিলে খুব শিগগিরই তিনি বাসায় ফিরতে পারবেন বলে জানান সোহেল হাকিম। আজিজুল হাকিম ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলেছেন। করোনা আক্রান্ত হয়ে গত ১২ নভেম্বর রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন আজিজুল হাকিম। তার অবস্থার অবনতি হলে পরদিন তাকে লাইফ সাপোর্টেনে ওয়া হয়। এরপর গত ১৫ নভেম্বর এই অভিনেতাকে লাইফ সাপোর্টথেকে সরিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। এরপর স্থানান্তর করা হয় কেবিনে। হাসপাতালটিতে ড. মহিউদ্দীনের তত্বাবধায়নে আজিজুল হাকিমের চিকিৎসা চলছে।

clipping path tech

শুরুতে ডায়রিয়ায় আক্রান্ত হন আজিজুল হাকিম। প্রাথমিক চিকিৎসায় কিছুটা ভালো হলেও শারীরিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়েন তিনি।

এরপর অসুস্থ হয়ে পড়েন তার স্ত্রী-সন্তান। পরে করোনা পরীক্ষার রিপোর্টপজিটিভ আসে আজিজুল হাকিম, তার স্ত্রী নাট্যকার জিনাত হাকিম ও সন্তান রেদওয়ান হাকিমের। শ্বশুরবাড়িতে থাকা মেয়ে নাযার রিপোর্টনেগেটিভ আসে। আজিজুল হাকিমকে হাসপাতালে ভর্তিকরা হলেও তার স্ত্রী-সন্তান বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। তারা দু’জন শারীরিকভাবে সুস্থ আছেন।দেশের জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম।

মাস দুয়েক আগে করোনায় আক্রান্ত হয়ে ছিলেন হাসপাতালে। সুস্থ হয়ে কাজে ফিরেছেন তিনি। এবার নতুন পরিচয়ে দেখা যাবে এই অভিনেতাকে। সম্প্রতি বাংলাদেশি ব্র্যান্ড ওয়ালটনের নির্বাহী পরিচালক হিসেবে যোগদান করেছেন আজিজুল হাকিম। বৃহস্পতিবার দুপুরে ইত্তেফাক অনলাইনকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।ওয়ালটনে যোগদানের বিষয়ে তিনি বলেন, ‘গত ১ জানুয়ারি ওয়ালটনের নির্বাহী পরিচালক হিসেবে যোগদান করেছি। এটি এমন একটি কোম্পানি যারা দেশ ও দেশের মানুষকে নিয়ে ভাবে।

তাদের মতো একটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হতে পেরেছি এটা হলো সবথেকে বড় ব্যাপার। এটা অনেক সৌভাগ্যের।’ তিনি আরও বলেন, ‘সবচেয়ে বড় কথা হলো আমাদের দেশের এই শিল্প প্রতিষ্ঠানটি যাতে দেশের পাশাপাশি দেশের বাইরেও সুনাম বয়ে আনতে পারে সে লক্ষে কাজ করে যাবো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে বিদেশকেও জয় করবে।’গেলো নভেম্বর মাসে স্ত্রী-সন্তানসহ করোনায় আক্রান্ত হয়েছিলেন আজিজুল হাকিম। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া হয়। করোনা ভাইরাস থেকে সেরে উঠলে ২১ নভেম্বর হাসপাতাল থেকে বাড়ি ফেরেন জনপ্রিয় এই অভিনেতা। সম্প্রতি ‘স্বর্ণমানব-৪’ নাটকে গোয়েন্দা মহাপরিচালকের চরিত্রে অভিনয় করছেন আজিজুল হাকিম।

সম্পর্কিত খবর:

বিশিষ্ট অভিনেতা আলী যাকের আর নেই

Share.
Leave A Reply

Exit mobile version