আপডেট :৮ নভেম্বর, ২০২৩ ১৪:২২ এএম |  অনলাইন সংস্করণ জন্মদিনে

জন্মদিনে আমেরিকায় মৌসুমী

জন্মদিনে

আজ ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মৌসুমীর জন্মদিন। তবে দিনটিতে তিনি দেশে নেই। মেয়ের নাগরিকত্ববিষয়ক কিছু কাজকর্ম এবং সেখানে অবস্থানরত মাকে দেখতে তিনি দেশটিতে গেছেন। ওখানেই আজকের দিনটি পালন করবেন বলে জানিয়েছেন এ নায়িকা ঘরোয়াভাবে কেক কাটার পাশাপাশি আমেরিকার কিছু বাঙালি কমিউনিটির অনুষ্ঠানেও অংশ নেওয়ার সম্ভাবনা আছে বলে মোবাইল ফোনে যুগান্তরকে জানিয়েছেন মৌসুমী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার পরিবার, প্রিয়জনরাই এ দিনকে ঘিরে বেশি আনন্দ উচ্ছ্বাসে থাকেন। আমার কাছে এটাই অনেক বেশি ভালো লাগে। সংবাদ মাধ্যমগুলোও বিশেষ আয়োজন করে, সেটাও ভালোলাগার।

clipping path tech

এখন যেহেতু দেশের বাইরে আছি, তাই হয়তো স্বল্প পরিসরেই জন্মদিন উদযাপন করব।

খুব মিস করছি সানী ও আমার ছেলেকে।’ঢাকাই চলচ্চিত্রের প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী এখন আমেরিকায়। ৩ নভেম্বর ছিল এই জনপ্রিয় তারকার জন্মদিন! বিশেষ এই দিনে জমকালো আয়োজনে জনপ্রিয় এই তারকার জন্মদিন উদযাপন করেছে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনক ও ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ইউএসএ ইনক। জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মৌসুমীর জন্মদিন পালনের আয়োজন করা হয়।ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনক প্রেসিডেন্ট, বিশিষ্ট কলামিস্ট, সফল উদ্যোক্তা ড. রফিকুল ইসলাম এর সংগঠনের ব্রান্ড অ্যাম্বাসেডর নায়িকা মৌসুমীর জন্মদিনের আয়োজন করা হয়।

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনক এর অন্যতম সংগঠক লায়ন মুহাম্মদ মারুফ আহমেদ এর সঞ্চালনায় জন্মদিন উদযাপন অনুষ্ঠানের আয়োজনে আরও ছিলেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনক উপদেষ্টা মাসুদ রানা। অনুষ্ঠানের শেষ অংশে গান পরিবেশন করেন প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী, দূরন্ত গতিমান সংগঠনের সাধারণ সম্পাদক ড. কামরুল ইসলাম, রাশেদ উদ্দিন হীরা, কাজল।গোটা অনুষ্ঠানটি মাতিয়ে রেখেছিলেন বাংলাদেশ চলচ্চিত্রের চিত্রনায়িকা শাহনূর। আগত অতিথিবৃন্দ ও আয়োজকগণ জন্মদিনের কেক কেটে জন্মদিন পালন করেন। এর আগে মৌসুমীকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

‘খায়রুন সুন্দরী’ খ্যাত নায়িকা মৌসুমী একাধারে অভিনেত্রী, রাবেয়া খাতুনের লেখা ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ ও ‘মেহের নেগার’ চলচ্চিত্র’র পরিচালক।তার অভিনীত ছবির মধ্যে কেয়ামত থেকে কেয়ামত, স্নেহ, ভাংচুর, দেনমোহর, বিদ্রোহী বধু, গরীবের রানি, আত্মত্যাগ, মেঘলা আকাশ, বিন্দুর ছেলে, দেবদাস উল্লেখযোগ্য। অভিনয় এর জন্য তিনি তিনবার রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন।বাংলাদেশ চলচ্চিত্রের প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমি এখন আমেরিকায়।

৩ নভেম্বর শুক্রবার ছিল এই জনপ্রিয় তারকার শুভ জন্মদিন! ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ও ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ইউএসএ এর যৌথ উদ্যোগে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মৌসুমির জন্মদিন পালন করা হয়।ওয়ার্ল্ড

হিউম্যান রাইটস ইউএসএ ইনক প্রেসিডেন্ট ড. রফিকুল ইসলামের উদ্যোগে তাদের সংগঠনের ব্রান্ড অ্যাম্বাসেডর লাস্যময়ী নায়িকা মৌসুমির জন্মদিনের আয়োজন করা হয়। উল্লেখ্য, মৌসুমি তার ব্যক্তিগত ও বিজনেস সফরে এ মুহুর্তে আমেরিকায় ব্যস্ততম সময় পার করছেন! ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনক এর অন্যতম সংগঠক লায়ন মুহাম্মদ মারুফ আহমেদ এর সঞ্চালনায় শুভ জন্মদিন উৎযাপন অনুষ্ঠানের আয়োজনে আরও ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনক উপদেষ্টা মাসুদ রানা।

metafore online

অনুষ্ঠানের শেষ অংশে গান পরিবেশন করেন প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমি, সংগঠনের সাধারণ সম্পাদক ড. কামরুল ইসলাম,রাশেদ উদ্দিন হীরা,কাজল। গোটা অনুষ্ঠানটি মাতিয়ে রেখেছিলেন বাংলাদেশ চলচ্চিত্রের চাঁদমুখ চিত্রনায়িকা শাহনূর। আগত অতিথিবৃন্দ ও আয়োজকগণ জন্মদিনের কেক কেটে মৌসুমির মুখে তুলে দেন। এর আগে মৌসুমিকে সংগঠনের পক্ষ থেকে ফুল উপহার দেওয়া হয়। সৃষ্টিকর্তার নিকট মৌসুমির জন্য এই শুভকামনা করেন যে, তিনি যেন তাকে সুন্দর রাখেন, সুস্থ রাখেন! শেষে শুভ্র সুন্দর সুরের মুর্ছনায় সকলে উল্লাস করেন এবং ডিনার খেতে খেতে শেষ হয় ভাগ্যবতী খায়রুন সুন্দরী খ্যাত মৌসুমির একটি আমেরিকান জন্মদিন!

সম্পর্কিত খবর:

রণবীর কাপুরের পশুর অগ্রিম বুকিং সুনামি: ফিল্মটি 6.40 কোটি রুপি রেকর্ড করেছে, 2 লাখেরও বেশি টিকিট বিক্রি করেছে

Share.
Leave A Reply

Exit mobile version