আপডেট :২৮ নভেম্বর ২০২৩ ১৭:২০এএম |  অনলাইন সংস্করণ  অগ্রিম বুকিং

রণবীর কাপুরের পশুর অগ্রিম বুকিং সুনামি: ফিল্মটি 6.40 কোটি রুপি রেকর্ড করেছে, 2 লাখেরও বেশি টিকিট বিক্রি করেছে

অগ্রিম বুকিং


সন্দীপ রেড্ডি ভাঙ্গার রণবীর কাপুর-অভিনীত অ্যানিমাল ইতিমধ্যেই 6,036টি শোয়ের জন্য মোট 2,09,986 টি টিকিট বিক্রি করে অভ্যন্তরীণ বাজারে একটি উল্লেখযোগ্য কীর্তি অর্জন করেছে, যার একটি চিত্তাকর্ষক আয় 6.42 কোটি রুপি হয়েছে৷

সন্দীপ রেড্ডি ভাঙ্গার রণবীর কাপুর-অভিনীত এনিম্যাল এর প্রথম দিনে 50 কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার জন্য প্রত্যাশিত উচ্চতার সাথে, এর অগ্রিম বুকিং শুরু হয়েছে শনিবার এবং প্রারম্ভিক পরিসংখ্যানগুলি ইঙ্গিত করে যে পূর্বাভাসগুলি সঠিক হতে পারে, যা তারকা এবং পরিচালক উভয়ের ক্যারিয়ারে সবচেয়ে বড় উদ্বোধনের জন্য চলচ্চিত্রটির সম্ভাবনার দিকে নির্দেশ করে৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের মতে, ফিল্মটি ইতিমধ্যেই 6,036টি শো-এর জন্য মোট 2,09,986 টি টিকিট বিক্রি করে অভ্যন্তরীণ বাজারে একটি উল্লেখযোগ্য কৃতিত্ব অর্জন করেছে, যা 6.42 কোটি রুপি আয় করে।

clipping path tech

যেখানে হিন্দি সংস্করণটি 1,76,192 টি টিকিট পেয়েছিল, যা 5.87 কোটি টাকা উপার্জন করেছে, তেলুগু সংস্করণটি 33,453 টি টিকিট (54 লাখ টাকা) এবং তামিল সংস্করণটি 341 টি টিকিট (32,740 টাকা) বিক্রি করেছে। সমস্ত অঞ্চলের মধ্যে, দিল্লি এবং তেলেঙ্গানা চলচ্চিত্রের অগ্রিম বুকিংয়ে সর্বাধিক উল্লেখযোগ্য অবদান রেখেছে, যথাক্রমে 1.51 কোটি এবং 1.23 কোটি রুপি রেকর্ড করেছে .শুরু থেকেই চর্চায় রয়েছে রণবীর কাপুরের আপকামিং ফিল্ম অ্যানিম্যাল। টিজার প্রকাশ্যে আসার পর থেকেই রণবীরের ফাইটিং সিন নিয়ে সোশ্যাল মিিডয়ায় হইহই পড়ে গিয়েছিল। আর ট্রেলর প্রকাশ্যে আসার পর থেকে তো আর কথাই নেই। সকলের মুখে এখন একটাই অপেক্ষা কখন সিনেমা হলে সেটি দেখতে যাবেন। ইতিমধ্যেই অ্যানিম্যালের অ্যাডভান্স বুকিম শুরু হয়ে গিয়েছে। ২ দিনের মধ্যেই প্রায় ১০ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। আগামী ২ দিনে আরও বিক্রি হবে টিকিট তাতে কোনও সন্দেহ নেই।

বক্স অফিস বিশেষজ্ঞরা দাবি করেছে অ্যানিমেল রণবীর কাপুরের সবচেয়ে বড় ওপেনিং ফিল্ম হতে চলেছে। বলিউডের নয়া ট্রেন্ড মেনে তিনটি ভাষাতে মুক্তি পেতে চলেছে অ্যানিম্যাল সিনেমাটি। হিন্দি, তামিল এবং তেলুগু।

এই ছবিতে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানা। তেলেঙ্গানায় প্রচারে গিয়েছিলে রণবীর সেসময় তেলেঙ্গানার মন্ত্রী বলেছেন মুম্বই এখন অতিত এবার ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করবে হায়দরাবাদ। বক্স অফিস বিশেষজ্ঞরা দাবি করেছেন হিন্দির থেকেও বেশি তেলুগুতে বক্সঅফিস কালেকশন বেশি হবে অ্যানিম্যালের। দাবি করা হচ্ছে শুধু তেলুগুতেই ৯১.৪৮ কোটি টাকার ব্যবসা করবে অ্যানিম্যাল। তেলুগুতে ৬৪৩টি শো দেখানো হবে। ইতিমধ্যেই ৫৮,৮৬৫টি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। প্রথম দিনেই তামিল ভাষায় ৪১টি শো দেখানো হবে অ্যানিম্যালের।

তার জন্য ৭৭৯টি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ক্নড় ভাষায় ১৬টি শো দেখানো হবে তার মধ্যে ১৫০০-র বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে।

গোটা দেশে মোট ৭২০০ শো দেখানো হবে ছবিটির। তার জন্য প্রথম দিনেই ১০ কোটির কালেকশন বক্স অফিসে হতে চলেছে বলে দাবি করা হয়েছে। বক্স অফিসে ভিকি কৌশল অভিনীত মেঘনা গুলজারের ছবি ‘স্যাম বাহাদুর’-এর মুখোমুখি হতে চলেছে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’

তথ্য বলছে, রণবীরের ছবি ভিকি কৌশলের ছবিকে ছাপিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ‘স্যাম বাহাদুর’ ছবির আয় ১.৮২ কোটি টাকা। যেখানে ‘অ্যানিম্যাল’-এর ২কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে।মুক্তির আগে থেকেই নিজের ‘ক্যারিশ্মা’ দেখাতে শুরু করেছে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’। ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রণবীরের ‘অ্যানিম্যাল’। গত শনিবার থেকেই শুরু হয়েছে ছবির অগ্রিম বুকিং। জানা যাচ্ছে, রণবীরের ছবি মুক্তির আগেই ২০ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। Sacnilk.com-এর একটি প্রতিবেদন বলথে,’ অ্যানিম্যাল’ ইতিমধ্যেই অগ্রিম বুকিংয়ের মাধ্যমে প্রায় ২০ কোটি টাকা আয় করে ফেলেছে ৷

সর্বশেষ সংখ্যা অনুযায়ী, ছবিটির এখন পর্যন্ত ১২,৫৩৯টি শোয়ের জন্য ৭,৪৫,৯৯২ টি টিকিট বিক্রি হয়েছে। অ্যানিম্যাল-এর হিন্দি শোগুলির জন্য ৫,৭৫,১৯৭ টি টিকিট বিক্রি হয়েছে, তেলুগু শোগুলির জন্য ১,৬৩,৩৬১ টি টিকিট বিক্রি হয়েছে।় তথ্য বলছে ‘অ্যানিম্যাল’ অগ্রিম বুকিংয়ে মূলত দিল্লি (৪.০৭ কোটি), তেলেঙ্গানা (৪.১৪ কোটি), মহারাষ্ট্র (৩.২ কোটি), কর্ণাটক (২.২৩ কোটি), গুজরাট (১.৪৯ কোটি), অন্ধ্রপ্রদেশ (রুপি) দ্বারা পরিচালিত হয়েছে ২.১৮ কোটি) এবং উত্তরপ্রদেশ (১.৩৪ কোটি টাকা)র টিকিট বিক্রি হয়েছে।চলতি বছরে রণবীর কপূরের দ্বিতীয় ছবি ‘অ্যানিম্যাল’। এর আগে বছরের প্রথম দিকে মুক্তি পেয়েছে লভ রঞ্জন পরিচালিত ছবি ‘তু ঝুঠি ম্যায় মক্কার’।

metafore online

 

সেই ছবিতে শ্রদ্ধা কপূরের সঙ্গে জুটি বেঁধেছিলেন রণবীর। বক্স অফিসে ভালই ব্যবসা করেছিল সেই ‘রোম্যান্টিক কমেডি’ তথা ‘রম-কম’ ঘরানার ছবি।

বছরের শেষে একেবারে অন্য বেশে দর্শকের সামনে ধরা দিতে চলেছেন রণবীর। চরিত্রের ধাঁচাও একেবারে আলাদা। তবে অনুরাগীরা যে তাঁর সেই ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন, তার প্রমাণ মিলল ‘অ্যানিম্যাল’ ছবির টিকিটের অগ্রিম বুকিংয়েই। খবর, অগ্রিম বুকিংয়ের মাধ্যমেই এখনও পর্যন্ত প্রায় ১০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে সন্দীপ রেড্ডি বঙ্গার এই ছবি!ছবি মুক্তি পেতে এখনও বাকি দিন দুয়েক। তবে দর্শক ও অনুরাগীদের উৎসাহ তুঙ্গে। সন্দীপ নিজে দক্ষিণী পরিচালক হওয়ায় দক্ষিণ ভারতের একাধিক রাজ্যেও প্রচারে দেখা গিয়েছে রণবীরকে। সঙ্গে ছিলেন ছবির অভিনেত্রী রশ্মিকা মন্দনাও।

৩ ঘণ্টা ২১ মিনিটের ছবি হওয়া সত্ত্বেও ‘অ্যানিম্যাল’ ঘিরে অনুরাগীদের উত্তেজনা চোখে পড়ার মতো। ছবির এই দৈর্ঘ্য নিয়ে চিন্তিত নন রণবীর নিজেও। সম্প্রতি এক অনুষ্ঠানে রণবীর জানান, ‘অ্যানিম্যাল’ নাকি আদপে আরও লম্বা ছবি ছিল। অনেক কাঠখড় পুড়িয়ে নাকি ছবিকে ৩ ঘণ্টা ২১ মিনিটে এনে দাঁড় করিয়েছেন পরিচালক নিজে। এ দিকে, রণবীরের এই ছবি মুক্তির আগেই অগ্রিম টিকিট বুকিংয়ের মাধ্যমে ঝুলিতে ভরেছে ৯ কোটি ৭৫ লক্ষ টাকার বেশি।

তবে কি ‘অ্যানিম্যাল’-কে ফ্র্যাঞ্চাইজ়িতে পরিণত করবেন সন্দীপ?সম্প্রতি এক অনুষ্ঠানে এই প্রশ্নের উত্তর দেন ছবির অন্যতম প্রযোজক ভূষণ কুমার। ‘

অ্যানিম্যাল ২’-এর প্রশ্নে ভূষণের উত্তর, ‘‘আপনারা ‘অ্যানিম্যাল’ দেখতে গেলেই জানতে পারবেন, কোন চমক সাজানো আছে!’’ তবে কি সত্যিই ছবির দ্বিতীয় ভাগ নিয়ে ভাবনাচিন্তা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন নির্মাতারা? ১ ডিসেম্বর ‘অ্যানিম্যাল’ দেখলেই নাকি মিলবে সেই প্রশ্নের উত্তর।

সম্পর্কিত খবর:

কপিরাইট আইনে জেমস-মাইলসের মামলা

Share.
Leave A Reply

Exit mobile version