আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১৬ এএম |  অনলাইন সংস্করণ

বাইডেনের সেলফিতে শেখ হাসিনা

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে জি-২০ সম্মেলনের আনুষ্ঠানিকতা। শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে সম্মেলনস্থল ‘ভারত মান্দাপাতামে’ সম্মেলনটি শুরু হয়। দুই দিনব্যাপী এ সম্মেলন চলবে আগামীকাল রোববার পর্যন্ত। বিশ্বের শীর্ষ ২০ অর্থনীতির দেশসমূহের জোট জি-২০’র এ সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের প্রথম দিন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি সেলফি তোলেন। ওই সেলফিতে প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলও ছিলেন। সায়মা ওয়াজেদ পুতুল ক্লাইমেট ভালনারেবল ফোরামের থিম্যাটিক অ্যাম্বাসেডর এবং অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন। তিনিও প্রধানমন্ত্রীর সঙ্গে জি-২০ সম্মেলনে অংশ নিয়েছেন। 

সম্মেলনে অংশ নিতে শুক্রবার সকালে ঢাকা থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় মোদির সরকারি বাসভবনে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক।’

ভারতে জি২০ সম্মেলনের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সেলফি বাংলাদেশের রাজনীতিতে নানা নতুন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ ঘটনার দু’দিন পরেই ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ঢাকা সফর করলেন

metafore online

সেলফিতে শেখ হাসিনার সাথে জো বাইডেনের হাস্যোজ্জ্বল ছবিকে ‘সম্পর্ক উন্নয়নের’ বার্তা হিসেবে দেখেন কেউ কেউ। একটি সম্মেলনে অনানুষ্ঠানিক সাক্ষাত ও ছবি তোলা আদৌ বাংলাদেশের আগামী নির্বাচনকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তনের কোনো ইঙ্গিত বহন করে কী-না সে প্রশ্নও তুলছেন অনেকে। নির্বাচনের আগে ভারতে আলোচিত হাসিনা-বাইডেন সেলফি আর এক সপ্তাহের মধ্যেই দুই পরাশক্তি রাশিয়া ও ফ্রান্সের উচ্চ পর্যায়ের সফর দু’টিকেও বাংলাদেশের রাজনীতির আলোচনায় গুরুত্ব পাচ্ছে।

বাংলাদেশ সরকারের প্রতি আন্তর্জাতিক সমর্থনের প্রশ্নে এ বিষয়গুলিকে গুরুত্বের সাথে সামনে আনছে ক্ষমতাসীন দল। বাংলাদেশে দ্বিপাক্ষিক সফরে আসেন ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশে দ্বিপাক্ষিক সফরে আসেন ফ্রান্সের প্রেসিডেন্ট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ মনে করছেন, এগুলো বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি বিশ্ব সম্প্রদায়ের ইতিবাচক অবস্থান হিসেবেই দেখছেন।

“সব মিলিয়ে একটা ইতিবাচক ধারণা বাংলাদেশ সম্পর্কে বহির্বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে। এটা হচ্ছে আমাদের সফলতার জায়গা,” বিবিসি বাংলাকে বলেন মি. হানিফ। মি. হানিফ বলেন, বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে কিছুটা হলেও একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল। এজন্য তিনি বিএনপি এবং জামায়াতে ইসলামের তৎপরতাকে দায়ী করেন। তার বক্তব্য হচ্ছে, লবিস্ট নিয়োগের মাধ্যমে সরকার বিরোধীরা বর্তমান সরকারের ‘উন্নয়ন ও অগ্রগতির বিরুদ্ধে প্রচারণা’ চালিয়েছে। তবে বাংলাদেশ সম্পর্কে বহির্বিশ্বে ‘ভুল ধারণা কেটে যাচ্ছে’ বলে মনে করেন মি. হানিফ। নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে ক্ষমতাসীন ও বিরোধী দলের মধ্যে এখন পাল্টাপাল্টি কঠোর অবস্থান স্পষ্ট।

রাজপথে কর্মসূচির বাইরে দুই দলকেই নিজেদের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায় ও সেটি প্রচারে জোর তৎপরতা চালাতেও দেখা যাচ্ছে

clipping path tech

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবউল-আলম হানিফ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবউল-আলম হানিফ সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য বিরোধী দল বিএনপি আন্দোলন করছে। কয়েকমাস আগে আমেরিকার পক্ষ থেকে ভিসানীতি ঘোষণাসহ যেসব পদক্ষেপের কথা বলা হচ্ছে, বিএনপি সেটিকে স্বাগত জানাচ্ছে। শেখ হাসিনার সাথে জো বাইডেনের সেলফিকে ‘সাধারণ সৌজন্যতা’ হিসেবেই দেখে বিএনপি। এ ধরণের সেলফি আমেরিকার নীতি পরিবর্তনে কোনো ভূমিকা রাখবে না বলেও দলটি বিশ্বাস করে। “আমেরিকার তো একটা নীতি আছে। সেই নীতি তারা প্রণয়ন করে, সেই নীতি প্রণয়নের আগে তারা অনেক কিছু ভেবে চিন্তে প্রণয়ন করে।

এটা আমার মনে হয় না কোনো সেলফি বা বাইডেন সাহেবের কথায় বদল হবে,” বিবিসি বাংলাকে বলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। “হ্যাঁ বাইডেন সাহেবের একটা ইনফ্লুয়েন্স আছে। কিন্তু বাইডেন সাহেব বা প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস ওই রকম কোনো কথা বলবে না, ওই রকম কোনো কাজ করবে না যে নীতি বদলে যাবে। এটা কি বাংলাদেশ নাকি যে একজনের কথায় সব চলে?” বাইডেনের সেলফি নিয়ে এত আলোচনা, পর্যালোচনা কিংবা ‘প্রচার যুদ্ধ’ কেন ১০ সেপ্টেম্বর ২০২৩ বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

সম্পর্কিত খবর

৭৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

Share.

Comments are closed.

Exit mobile version