আপডেট: ১৪:১৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪ |  অনলাইন সংস্করণ      বার্জারের বিজ্ঞাপনচিত্রে 

বার্জারের বিজ্ঞাপনচিত্রে ২৭ বছর পর ‘পড়েনা চোখের পলক’

বার্জারের বিজ্ঞাপনচিত্রে 

ঢাকা: অভিনেতা রিয়াজ আহমেদ সম্প্রতি বার্জার পেইন্টস ওয়েদারকোট গ্লো পণ্যের একটি নতুন বিজ্ঞাপনে মডেল হয়েছেন।

বিজ্ঞাপনে রিয়াজের তুমুল জনপ্রিয় গান ‘পড়ে না একিন পালক’ প্রায় ২৭ বছর পর নতুন রূপে দর্শকদের সামনে হাজির করা হবে।ক্লাসিক হিটে, বার্জার তার ওয়েদারকোট গ্লো ব্যবহার করে বাইরের দেয়াল পড়ে যাওয়া বা চোখ না মেরে একটি আভা দেয়। এটি সৃজনশীলভাবে প্রকাশ করা হয়।

বিভিন্ন টিভি চ্যানেলসহ সোশ্যাল মিডিয়াতেও বিজ্ঞাপন এখন বেশ জনপ্রিয়। এটি ঢালিউডের একসময়ের রোমান্টিক নায়ক রিয়াজের সাথে ভক্তদের তাদের পায়ে ফিরিয়ে এনেছে, যিনি দীর্ঘদিন ধরে মূলধারার প্রযোজনায় অনিয়মিতভাবে উপস্থিত ছিলেন।বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেডের তত্ত্বাবধানে লাফিং এলিফ্যান্ট প্রোডাকশন বিজ্ঞাপনটি প্রযোজনা করেছে।1997 সালের জনপ্রিয় চলচ্চিত্র ‘প্রাণ চাই প্রিয়া’-তে কিংবদন্তি সংগীতশিল্পী অ্যান্ড্রু কিশোরের কণ্ঠে ‘পড়েনা একসিন পালক’ গানটি প্রদর্শিত হয়েছিল।

clipping path tech

ম্প্রতি বার্জার পেইন্টস-এর ওয়েদারকোট গ্লো প্রোডাক্টের নতুন বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ। বিজ্ঞাপনটিতে রিয়াজ অভিনীত তুমুল জনপ্রিয় “পড়ে না চোখের পলক” গানটিকে প্রায় ২৭ বছর পর নতুন আঙ্গিকে দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে। জনপ্রিয় এই গানের মাধ্যমে “বার্জার ওয়েদারকোট গ্লো ব্যবহারের কারণে বাড়ির বাইরের দেয়াল দেয় এমনই ঝলক, পড়ে না আর চোখের পলক’; এমনটাই তুলে ধরা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন টেলিভিশন চ্যানেলসহ সোশ্যাল মিডিয়ায় দর্শকপ্রিয়তা অর্জন করেছে বিজ্ঞাপনটি।

এর মাধ্যমে দীর্ঘদিন ধরে মূলধারার কাজে প্রধান চরিত্রে অনিয়মিত ঢালিউডের এক সময়ের রোমান্টিক হিরো রিয়াজকে আবারও পুরোনো রূপে ফিরে পেল তার ভক্তরা।

বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেডের তত্ত্বাবধানে বিজ্ঞাপনটি নির্মাণ করেছে লাফিং এলিফেন্ট প্রোডাকশন্স। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত দর্শকনন্দিত চলচ্চিত্র “প্রাণের চেয়ে প্রিয়”তে জনপ্রিয় সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোরের কণ্ঠে ”পড়েনা চোখের পলক” গানটি ব্যাপক সাড়া ফেলে। এই সিনেমাটি সে সময় দারুণ ব্যবসা সফল হয়। আর গানটি ছড়িয়ে পড়ে মানুষের মুখে মুখে।সম্প্রতি বার্জার পেইন্টস-এর ওয়েদারকোট গ্লো প্রোডাক্টের নতুন বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ।

বিজ্ঞাপনটিতে রিয়াজ অভিনীত তুমুল জনপ্রিয় “পড়ে না চোখের পলক” গানটিকে প্রায় ২৭ বছর পর নতুন আঙ্গিকে দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে। জনপ্রিয় এই গানের মাধ্যমে “বার্জার ওয়েদারকোট গ্লো ব্যবহারের কারণে বাড়ির বাইরের দেয়াল সাতাশ বছর আগে তুমুল সাড়া ফেলা ‘পড়ে না চোখের পলক’ গানটিকে নতুন আঙ্গিকে হাজির করেছে বার্জার পেইন্টস।

metafore online

নতুন এক বিজ্ঞাপনে ‘প্রাণের চেয়ে প্রিয়’ সিনেমার গানটি ব্যবহার করার কথা জানিয়েছে কোম্পানিটি।

বার্জার পেইন্টস জানিয়েছে, ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ওই সিনেমায় অভিনয় করেছিলেন রিয়াজ। এ চিত্রনায়কই মডেল হয়েছেন নতুন বিজ্ঞাপনচিত্রে। মূল গানটিতে কণ্ঠ দিয়েছিলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোর। বার্জার পেইন্টসের বিজ্ঞাপনটি বিভিন্ন টিভি চ্যানেলসহ সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে দর্শকপ্রিয়তা অর্জন করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেডের তত্ত্বাবধানে বিজ্ঞাপনটি নির্মাণ করেছে লাফিং এলিফেন্ট প্রোডাকশন্স।

সম্পর্কিত খবর:

‘সব জিনিস সবসময় ব্যাখ্যা করা যায় না’, বিপিএল খেলা আ দর্শকি না প্রশ্নে মাশরাফি

Share.
Leave A Reply

Exit mobile version