আপডেট: ০৮:৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪ |  অনলাইন সংস্করণ

মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

 

মাদারীপুর: মাদারীপুরে সুজন হাওলাদার (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।    শনিবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শহরের ডিসি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।   আহত সুজন হাওলাদার সদর উপজেলার পাঁচখোলা গ্রামের মজিদ হাওলাদারের ছেলে। তিনি শহরের কাঠপট্টি ব্রিজের কাছে মুদি দোকান করেন।

clipping path tech

  স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে বন্ধুদের সঙ্গে শহরের ডিসি ব্রিজ এলাকায় আড্ডা দিচ্ছিলেন সুজন।

এ সময় মুখোশধারী কয়েকজন যুবক এসে সুজনের ওপর হামলা চালায়। তারা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সুজনকে। এ সময় সুজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা।   পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে সুজনকে পাঠানো হয় রাজধানীর ঢাকা মেডিকেলে। এ ঘটনায় দোষীদের বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে পুলিশ।   এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন।   আহত সুজনের বাবা মজিদ হাওলাদার বলেন, ৮-১০ জন যুবক আমার ছেলের ওপর অতর্কিত হামলা চালায়। পরে ঘটনাস্থল থেকে সটকে পড়ে তারা। এ ঘটনায় আমি সুষ্ঠু বিচার দাবি করছি। যারা এই হামলার ঘটনায় জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হোক। ‘

  মাদারীপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. জাহিন আরেফিন বলেন, ‘সুজনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুজনের রক্তপাত বন্ধ করা হয়েছে।   মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ওই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় অভিযুক্তদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে। ধারণা করা হচ্ছে, শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাদারীপুর শহরে সুজন হাওলাদার (৩৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার রাত সাড়ে আটটার দিকে শহরের ডিসিব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।   আহত সুজন হাওলাদার (৩৫) সদর উপজেলার পাঁচখোলা গ্রামের মজিদ হাওলাদারের ছেলে।

তিনি শহরের কাঠপট্টি সেতুর কাছে মুদিদোকান চালান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  স্বজন ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, রাতে বন্ধুদের সঙ্গে শহরের ডিসিব্রিজ এলাকায় আড্ডা দিচ্ছিলেন সুজন। তখন মুখোশধারী কয়েক যুবক সুজনের ওপর হামলা করে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় সুজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকেরা।

metafore online

খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে পুলিশ।   সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা জাহিন আরেফিন প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রথমে তাঁর রক্তপাত বন্ধ করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।   আহত সুজনের বাবা মজিদ হাওলাদার বলেন, ‘হঠাৎ ৮-১০ জন এসে আমার ছেলের ওপর অতর্কিতে হামলা করে।

পরে সেখান থেকে দ্রুত সটকে পড়ে। এ ঘটনায় আমি সুষ্ঠু বিচার চাই। যারা এ হামলায় জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হোক।’   মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, ওই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের ধরতে কাজ করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে হামলার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর:

যে কারণে আটকে স্মার্ট লাইসেন্স কার্ড, বিপাকে আবেদনকারীরা

Share.
Leave A Reply

Exit mobile version