আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ২২:০৯ পিএম |  অনলাইন সংস্করণ  ৩ মাসে সর্বনিম্ন লেনদেন

ডিএসইতে ৩ মাসে সর্বনিম্ন লেনদেন

শেয়ারবাজারে লেনদেন কমছেই। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৪০ কোটি টাকা লেনদেন হয়েছে। ডিএসইর এ লেনদেন গত ৩ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে চলতি বছরের ১৭ আগস্ট ডিএসইতে ২৯৯ কোটি টাকা লেনদেন হয়েছিল। এছাড়া মঙ্গলবার ডিএসইর বাজার মূলধন ৩ হাজার কোটি টাকা কমেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচকে নেতিবাচক অবস্থাসহ বিভিন্ন কারণে শেয়ারবাজারে দীর্ঘদিন থেকে নিম্নমুখী প্রবণতা রয়েছে। বর্তমানে এর সঙ্গে যোগ হয়েছে রাজনৈতিক অস্থিরতা। পরিস্থিতি মোকাবিলায় শেয়ারবাজারে দরপতন ঠেকাতে ফ্লোর প্রাইস (দাম কমার নিম্নসীমা) দিয়ে আটকে রাখা হয়েছে ফলে বাজারে দীর্ঘমেয়াদী সংকট চলছে। লেনদেন এবং মূল্য সূচকসহ সবকিছুইতে এর প্রভাব পড়ছে। মঙ্গলবারও তার ধারাবাহিকতা ছিল।

এদিন ডিএসইতে ৩১১টি কোম্পানির ৮ কোটি ৬৩ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৩৪০ কোটি ৪৮ লাখ টাকা। এর মধ্যে দাম বেড়েছে ৯২টি কোম্পানির শেয়ারের, কমেছে ৫৮টি এবং অপরিবর্তিত রয়েছে ১৬১টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর ব্রড আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৪৯ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই ৩০ মূল্যসূচক ১ দশমিক ৪৮ পয়েন্ট কমে ২ হাজার ১১৬ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৭ পয়েন্টে উন্নীত হয়েছে।

ডিএসইর বাজার মূলধন আগের দিনের চেয়ে ৩ হাজার কোটি টাকা কমে ৭ লাখ ৭৪ হাজার কোটি টাকায় নেমে এসেছে

metafore online

শীর্ষ ১০ কোম্পানি: মঙ্গলবার ডিএসইতে যেসব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হলো- মনোস্পুল পেপার, এমারেল্ড অয়েল, খান ব্রাদার্স পিপি, বিডি থাইফুড, সিভিও পেট্টো কেমিক্যাল, ফু-ওয়াং ফুড, আলিফ ইন্ডাস্ট্রিজ, জেমিনী সি ফুড, ইউনিক হোটেল এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং।

ডিএসইতে মঙ্গলবার যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হলো- খুলনা প্রিন্টিং, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, বিডি থাই ফুড, হাক্কানি পাল্প, সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড, এমারেল্ড অয়েল, জনতা ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স ও কর্ণফুলী ইন্স্যুরেন্স। অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হলো- মনোস্পুল পেপার, অ্যাপেক্স ফুটওয়্যার, ঢাকা ডাইং, জেমিনী সি ফুড, প্যাসিফিক ডেনিমস, ইউনিক হোটেল, মুন্নু এগ্রো, তশরিফা ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন ইন্স্যুরেন্স এবং ক্রাউন সিমেন্ট। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার লেনদেন ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে। আগের দিন ৬০১ কোটির পর গতকাল লেনদেন ৭০০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ায় বাজার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক প্রভাব পড়েছে।

তবে ক্রেতার অভাবে অধিকাংশ ভালো কোম্পানির শেয়ার ফ্লোরপ্রাইসে আটকে থাকায় বাজারের স্থিতিশীলতা নিয়ে আশঙ্কার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও শেষদিকে শেয়ার বিক্রয় চাপে সূচক কিছুটা কমেছে। ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ১.০০ পয়েন্ট কমে ৬২৬২.৮৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া,

ডিএস-৩০ মূল্য সূচক ৫.২৩ পয়েন্ট কমে ২১০৫.৪৩ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক (ডিএসইএস) ১.৭০ পয়েন্ট কমে ১৩৬৩.০২ পয়েন্টে দাঁড়িয়েছে

clipping path tech

এদিন এই বাজারে ৭৬৯ কোটি ৬৮ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন ৬০১ কোটি ২৬ লাখ টাকা লেনদেন হয়েছিল। তার আগে গত সোমবার লেনদেন হয়েছিল ৫৯১ কোটি ৭৬ লাখ টাকা। গতকাল ডিএসইতে লেনদেনকৃত মোট ৩৪৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৭টির দর।

দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি হলো : অলিম্পিক এক্সেসোরিজ, ওরিয়ন ইনফিউশন, সেন্ট্রাল ফার্মা, খুলনা প্রিন্টিং, প্যাসিফিক ডেনিমস, এসকেট্রিমস, ফু-ওয়াং ফুড, ফু-ওয়াং সিরামিক, বিডি থাই অ্যালুমিনিয়াম ও সী পার্ল বীচ। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৩ পয়েন্ট। লেনদেন হয়েছে ১১ কোটি ৬৯ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ১৯ কোটি ৪৪ লাখ টাকা। গতকাল সিএসইতে লেনদেনকৃত মোট ২০৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৫২টির, কমেছে ৬১টির। আর অপরিবর্তিত রয়েছে ৯০টির দর।

সম্পর্কিত খবর

বাংলাদেশ-সৌদি আরবের এফটিএ সই‌য়ের এখনই উপযুক্ত সময়

Share.
Leave A Reply

Exit mobile version