প্রথমবারের মতো ৩ কৃষি পণ্যের দাম নির্ধারন করে দিয়েছে সরকার। এসব পণ্যের মধ্যে রয়েছে ডিম, আলু ও পেঁয়াজ।বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ কথা জানান।

metafore online

তিনি জানান, প্রতি পিস ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করেছে সরকার। একইসঙ্গে প্রতি কেজি পেঁয়াজ ৬৪-৬৫ টাকা এবং আলুর কেজি ৩৫-৩৬ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে।পণ্যের দাম যাচাইয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ বিকাল থেকেই অভিযানে নামবে বলেও জানিয়েছেন টিপু মুনশি।

clipping path tech

এ সময় ডিম আমদানির সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, প্রথমে অল্প পরিমাণে আমদানি করা হবে। এরপরও যদি দাম নিয়ন্ত্রণে না থাকে, তাহলে ব্যাপক আকারে আমদানি করা হবে।

লেনদেন ভারসাম্য নিয়ে মাঝারি ঝুঁকিতে বাংলাদেশ: মুডিস

Share.
Leave A Reply

Exit mobile version