আপডেট : জানুয়ারি ২৬, ২০২৩,১৪:১৩ ঘণ্টা,  এএম  |  অনলাইন সংস্করণ      পেট্রাপোল

বেনাপোল ও পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

পেট্রাপোল

ভারতের মহাত্মা গান্ধীর ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ওপারে ছুটি থাকায় আজ সোমবার (২ অক্টোবর) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। বেনাপোল চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক আছে। ভারতের পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, ভারতের অহিংস আন্দোলনের প্রবর্তক ও শান্তিকামী নেতা মোহন দাস করম চাঁদ গান্ধীর (মহাত্মা গান্ধীর) ১৫৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি ছুটি থাকায় বাংলাদেশ ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল থেকে পুনরায় স্বাভাবিক গতিতে চলবে আমদানি-রপ্তানি বাণিজ্য।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টযাত্রীরা স্বাভাবিক নিয়মে যাতায়াত করছেন। বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আজ সোমবার সকাল থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। আগামী মঙ্গলবার সকাল থেকে আবার স্বাভাবিক ভাবেই আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে।

metafore online

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি কামাল উদ্দিন শিমুল জানান, ঈদে মিলাদুন নবী উপলক্ষে আজ ও আগামীকাল সরকারি ছুটির কারণে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে বলে দুই দেশের পক্ষ থেকে পত্র বিনিময় হয়েছে। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, দুই দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে দুই হাজার ৩০০ যাত্রী পার হয়েছেন এই বন্দর দিয়ে। বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, আগামী শনিবার থেকে পুনরায় স্বাভাবিকভাবে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে। শনিবার কেবলমাত্র উচ্চ পচনশীল পণ্য খালাশ করা হবে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল থেকে এ পথে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) সঞ্জয় বাড়ৈ জানান, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় এ পথে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। আগামী শনিবার (২৮ জানুয়ারি) সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হবে। বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের ব্যাংক বিষয়ক সম্পাদক হায়দার আলী জানান, আজ ভারতে প্রজাতন্ত্র দিবসে সরকারি ছুটি ও শুক্রবার সাপ্তাহিক থাকায় বেনাপোল পেট্রাপোল বন্দরের মধ্যে দুই দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। আগামী শনিবার (২৮ জানুয়ারি) সকাল থেকে পুনরায় সচল হবে।

এদিকে টানা দুই দিন বাণিজ্য বন্ধ থাকায় দুই দেশে প্রবেশের অপেক্ষায় সহস্রাধিক পণ্য বোঝাই ট্রাক আটকা পড়ে আছে

 

clipping path tech

এসব পণ্যের মধ্যে পাট, পাটজাত দ্রব্য, শিল্পকারখানার কাঁচামাল, গার্মেন্টস সামগ্রী, তৈরি পোশাক, বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য ও কেমিক্যাল সামগ্রী রয়েছে।পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সরকারি ছুটি থাকায় ও শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটিতে যশোরের বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দিন আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমস হাউজে বাণিজ্য বন্ধ রয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে এ বন্দরে। বেনাপোল চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক আছে। এদিকে, দুই দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে পড়ায় বন্দরের দু‘পাশে প্রবেশের অপেক্ষায় শত শত ট্রাক পণ্য নিয়ে আটকা পড়েছে।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেট্রাপোল বন্দর পরিদর্শনে আসাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এ বন্দর দিয়ে যাত্রী আসা-যাওয়া স্বাভাবিক থাকবে। এ ছাড়া বেনাপোল বন্দরের অভ্যন্তরে খালাস ও কাস্টমসের কার্যক্রম চলবে। ভারতের পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পেট্রাপোল বন্দর ও প্যাসেঞ্জার টার্মিনাল পরিদর্শনে আসাকে কেন্দ্র করে পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকে আবারও বন্দরের স্বাভাবিক কার্যক্রম চালু হবে।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা এনাম হোসেন জানান, বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে

 বন্দর ও কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে। বুধবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি চালু হবে। বেনাপোল বন্দরের ডেপুটি পরিচালক আবদুল জলিল জানান, মন্ত্রীর নিরাপত্তাজনিত কারণে আমদানি-রপ্তানি বন্ধ থাকার কথা জানিয়েছেন সে দেশের ব্যবসায়ী সংগঠন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে চার দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ভারতের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী এ তথ্য জাানিয়েছেন।

metafore online

এ ছাড়া মঙ্গলবার বিজয় দশমী উপলক্ষে বাংলাদেশে সরকারি ছুটি থাকায় এক দিনের জন্য বন্দরে সব অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। বাকি তিন দিন বেনাপোল কাস্টম হাউজ, বন্দরে পণ্য খালাস কার্যক্রম চলবে। একই সঙ্গে পাসপোর্টধারী যাত্রী চলাচল কোনো ছুটির আওতায় না পড়ায় যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে। কার্ত্তিক চক্রবর্তী জানান, পূজার ছুটিতে ২১ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত পেট্রাপোল বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ২৫ অক্টোবর সকাল থেকে এই পথে আবারও আমদানি-রপ্তানি বাণিজ্য পুনরায় চালু হবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ‘বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে চারদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে ওপারের সিঅ্যান্ডএফ এজেন্ট থেকে পত্র দিয়ে আমাদেরকে জানিয়েছে।’ বেনাপোল কাস্টম চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আজিজ খান জানান, পূজা উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় চার দিন দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ২৫ অক্টোবর পুনরায় এ বন্দর দিয়ে আমদানি রপ্তানি চালু হবে। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দেশের বন্দর অভ্যন্তরে লোড-আনলোড ও কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, পূজার ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে পণ্য পরিবহন বন্ধ থাকলেও ভারতের সঙ্গে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

Share.
Leave A Reply

Exit mobile version