আপডেট : ৮ ডিসেম্বর ২০২৩, ১১:৪৩ পিএম |  অনলাইন সংস্করণ    বেড়েছে সব ধরনের সবজির দাম

টানা বৃষ্টিতে বেড়েছে সব ধরনের সবজির দাম


রাঙামাটি কাচা বাজারে মানুষের হাহাকার, বেড়েছে সব ধরনের সবজির দাম। গত বুধবার থেকে থেমে থেমে রাঙামাটি জেলায় টানা বৃষ্টিপাত শুরু হয়েছে। এতে করে দেখা দিয়েছে কাচা তরিতরকারির সংকট। রাঙামাটি শহরের বাণিজ্যিক কেন্দ্র বনরুপা কাচা বাজারে এ যেন নতুন সংকট সৃষ্টি হয়েছে। রাঙামাটি শহরের মধ্যে একমাত্র কাচা বাজার বনরুপা। শহরের ৩-৪ মিলোমিটারের মধ্যে অবস্থিত বনরুপা সবজি বাজার। আজ সোমবার সকালে সরেজমিনে দেখা গেছে, বনরুপা সবজি বাজারে সবজির জন্য মানুষ হাহাকার হয়ে পড়েছে। যদিও যত সামান্য সবজি নিয়ে কিছু কাচা মাল ব্যবসায়ী বসে আছে, তবে দাম আকাশ ছোঁয়া। যে কোনো ধরনের সবজির দাম বেড়েছে তিনগুণ।

clipping path tech

বিক্রেতা বলছে- বৃষ্টির কারণে চট্টগ্রাম থেকে সবজি আসতে পারছে না অন্য দিকে বেড়েছে পিয়াজ, আলু, ডিম, টমেটোসহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম। এতে করে ক্রয় ক্ষমতার বাহিরে নিম্ম আয়ের মানুষগুলোর

অনেকেই বাজারে গিয়ে দাম হিমশিম খাচ্ছে। রসুন কেজি ২২০-২শ’ টাকা, টমেটো কেজি ৩২০ টাকা, কাচা মরিচ কেজি ২২০ টাকা ও আলু কেজি ৪০-৫০ টাকা। দেশি মুরগি কেজি ৫৪০ টাকা, বয়লার কেজি ২২০ টাকা থেকে ২৫০ টাকা এবং মাছ মাংস তো ক্ষয় ক্ষমতার নাগালে। বনরুপা সবজি বাজারে ক্রেতা রমজান আলী বলেন, কি যে কিনবো তা ভেবে পাচ্ছি না। বাজারে তো সবজি নাই, যা অল্প স্বল্প আছে তাও তিনগুণ দাম। নিত্য প্রয়োজনীয় সব কিছুরই দাম বেড়েছে। বাড়েনি কিসের দাম একটা দেখানতো। এই ক্রেতা নিত্য প্রয়োজনীয় সকল প্রকার দ্রব্যমূল্য নিয়ে সরকারের কড়া সমালোচনা করেছেন। স্থানীয় ভাবে জেলা প্রশাসনের উচিৎ প্রতিদিনই এসে বাজার মনিটরিং করা।

আজ ৫-৬ দিন বৃষ্টি তাই সব জিনিসপত্রের দাম বেড়েছে ভাল কথা। তাহলে বৃষ্টির আগে কেন দাম কমেনি। এদেশে গরিব গরিবই থাকবে আর ধনীরা আরও ধনি হবে। জেলা প্রশাসনের অধীনস্থ জেলার সিনিয়র বিপণন কর্মকর্তা মো. সেলিম মিয়া বলেন, টানা বৃষ্টির কারণে ব্যবসায়ীরা মালামাল আনকে পারছে না। অন্য দিকে চট্টগ্রাম খাতুনগজ্ঞ পিয়াজ সংকট ও ভারত থেকে পিয়াজ আসছে না যার কারণে পিয়াজের দাম বেড়েছে। এছাড়াও অনাবৃষ্টির কারণে সবজি আসছে না তাই সবজির দামও বেড়েছে। তবে সব কিছু মিলিয়ে কাচা বাজারের অবস্থা তেমন ভাল না। তার পরও বিষয়টি সরেজমিনে গিয়ে দেখতে হবে। এ দিকে দীর্ঘ দিন ধরে রাঙামাটির বাজারে এলপি বসুন্ধরা গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে অনেক ক্রেতা গ্যাস কিনতে পারেনি। তবে ক্রেতারা বলছে এই সংকট সৃষ্টি করেছে একটি সিন্ডিকেট চক্র।

বেশি দামে বিক্রিয়ের উদ্দেশ্যে সিন্ডিকেট চক্র এই পন্থা অবলম্বন করেছেন

অপর দিকে সরকার এলপি বসুন্ধরা গ্যাসের খুচরা দাম এক হাজার ১৫০ টাকা নির্ধারণ করে দিলেও তা মানছে না ব্যবসায়ীরা। টানা বৃষ্টিতে সরবরাহ কমের অজুহাতে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এছাড়া গত সপ্তাহের তুলনায় আটা, চাল, পেঁয়াজ, রসুন ও আলুর দাম বেড়েছে। আর এখনো বাড়তি দামেই কিনতে হচ্ছে চিনিসহ অনেক নিত্যপণ্য।

metafore online

আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে বাজারে সবজি কম, তাই বেশি দামেই আমাদের কিনে আনতে হয়েছে। সরেজমিন সবজির বাজার ঘুরে দেখা গেছে, বাজারে শসা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি, যেখানে দুইদিন আগেও ছিল ৪০ টাকা কেজি। বেগুনও বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫০ থেকে ৬০ টাকায়।

এদিকে শীতের সময়ে সবচেয়ে কমদামে থাকার কথা যেই সবজির, সেই ফুলকপি-বাঁধাকপিও বিক্রি হচ্ছে প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা করে। এছাড়াও বাজারে টমেটো বিক্রি হচ্ছে ১০০ টাকা, লাউ ৬০ থেকে ৮০ টাকা, সিম ৫০ টাকা, মুলা ২০ টাকা, কাঁচামরিচ ১২০ কেজি। দুইদিন আগেও এই কাঁচামরিচ বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকা কেজি। আজকের বাজারে অন্যান্য দিনের তুলনায় শাকের উপস্থিতিও কম দেখা গেছে, ফলেও দামও তুলনামূলক কিছুটা বেশি। এক আঁটি লালশাক বিক্রি হচ্ছে ২০ টাকা করে, যা অন্যান্য সময়ে ১০ থেকে ১৫ টাকা করেই পাওয়া যায়।

Share.
Leave A Reply

Exit mobile version