মালয়েশিয়ার পাম অয়েল রফতানিতে ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে। চলতি মাসের প্রথমার্ধে রফতানি লক্ষণীয় মাত্রায় বেড়েছে। আন্তর্জাতিক বাজারে দেশটির পাম অয়েলের শক্তিশালী চাহিদা এবং প্রতিযোগিতামূলক দাম রফতানি বাড়াতে সহায়তা করছে। খবর নাসডাক।

বেসরকারি বাজার পর্যবেক্ষক কোম্পানি অ্যামসপ্যাক এগ্রি মালয়েশিয়া জানায়, ১-১৫ জুলাই পর্যন্ত মালয়েশিয়ার পাম অয়েল রফতানি এর আগের বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৭ শতাংশ বেড়েছে। অন্যদিকে ইন্টারটেক টেস্টিং সার্ভিসের তথ্যমতে, রফতানি বেড়েছে ১৯ দশমিক ৩ শতাংশ।

আগস্টেও অপরিশোধিত পাম অয়েলের রফতানি শুল্ক ৮ শতাংশে বহাল রাখার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। এছাড়া পণ্যটির রেফারেন্স মূল্য বাড়ানো হয়েছে। মালয়েশিয়ান পাম অয়েল বোর্ড সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

মালয়েশিয়া বিশ্বের দ্বিতীয় শীর্ষ পাম অয়েল উৎপাদক ও রফতানিকারক দেশ। আগস্টের জন্য দেশটির পাম অয়েলের রেফারেন্স মূল্য ধরা হয়েছে টনপ্রতি ৩ হাজার ৬১৪ দশমিক ২৮ রিঙ্গিত বা ৮০০ ডলার ১৫ সেন্ট। জুলাইয়ের রেফারেন্স মূল্য ছিল ৩ হাজার ৬০৪ দশমিক ৭৩ রিঙ্গিত।

বিদ্যমান নিয়ম অনুযায়ী, প্রতি টন অপরিশোধিত পাম অয়েলের দাম ২ হাজার ২৫০ থেকে ২ হাজার ৪০০ ডলারের মধ্যে থাকলে রফতানি শুল্ক পরিশোধ করতে হয়। এক্ষেত্রে শুল্ক হার ৩ শতাংশ। প্রতি টনের দাম ৩ হাজার ৪৫০ রিঙ্গিত অতিক্রম করলে সর্বোচ্চ ৮ শতাংশ শুল্ক দিতে হয়।

Share.

Comments are closed.

Exit mobile version