আপডেট :০৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৬ এএম  |  অনলাইন সংস্করণ    মাঠে কবে ফিরছেন

কবে মাঠে ফিরছেন জানালেন তামিম

মাঠে কবে ফিরছেন

তামিম ইকবাল খান আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে নিজের সিদ্ধান্ত প্রত্যাহার করেন। ফেরেন লাল সবুজের জার্সিতে আবার ব্যাট হাতে নেন দেশসেরা এই ওপেনার। তবে গত ২৩ সেপ্টেম্বরের পর আর জাতীয় দলের হয়ে খেলেননি এই ক্রিকেটার। বোর্ডের সঙ্গে দ্বন্দ্বের কারণে ওয়ানডে বিশ্বকাপে খেলা হয়নি তার।

নিউজিল্যান্ড সাথে ম্যাচ খেলার পর থেকে মাঠের বাইরে আছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। সেসব ঘটনার অনেক দিন পেরোনোর পর হঠাৎ প্রধানমন্ত্রী ও বিসিবি সভাপতির সঙ্গে তামিমের আবারও সাক্ষাৎ ক্রিকেট পাড়াতে উত্তাপ ছড়াতে শুরু করেছে। বাংলাদেশের ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকে বসেছিলেন তামিম ইকবাল।

clipping path tech

ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে আলোচনা চলে তামিম-পাপনের

পাপনের বাসভবন থেকে বেলা দেড়টার কিছুক্ষণ পরই চলে যান তামিম। তবে গণমাধ্যমের সঙ্গে কোনো ধরণের কথাই বলেননি টাইগার এই ওপেনার। সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৫টায় বনানী ডিওএইচএসের নিজ বাসভবনে দেশের ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে সংবাদ সম্মেলন করেন। বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা করেই তামিম জানালেন, আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ দিয়ে (বিপিএল) আবারও মাঠে ফিরবেন দেশসেরা এই ওপেনার। এরপর জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানাবেন তিনি।

তামিম বলেন, বর্তমানে নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তাই তিনি আমাকে জানুয়ারি পর্যন্ত থামতে বলেছেন। আমি হয়তো বা বিপিএল থেকে আমার খেলাটা শুরু করব। জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন আমি অপেক্ষা করি। তিনি বলেন, আমি আবারও ক্লিয়ার করলাম যে আমি কখনো কোনো সময় এই জিনিসটা করব না বা করতে চাই না। আরেক মাস সময় নিই বা আরও কিছু সময় নিই। আমি আপনাদের বলেছি আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি।

সভাপতি ও বোর্ডের সঙ্গে আমার অনেক কথা হয়েছে এসব বিষয়ে। যেহেতু ওনারা একটা কথা বলেছেন, তাই তাদের সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। তামিমের ভাষ্য, আমি চেয়েছি আমার উত্তরটা আজ দিতে। যেহেতু ওনাদের সঙ্গে কথা হয়েছে। বিশেষ করে উনি (পাপন) আমার একটা কথা শুনে সিদ্ধান্ত নেবেন না। সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন। আমিও যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলছি। আমিও ওপেক্ষা করছি কি হয় জানার জন্য- যোগ করেন তামিম। আমি জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করি আর বিপিএল খেলি তারপর দেখা যাক কি হয়।

ইচ্ছাকৃতভাবে আমি জিনিসটাকে কোনোভাবেই লম্বা করব না

তামিম ইস্যুতে গত কয়েকমাস ধরেই উত্তপ্ত দেশের ক্রিকেটাঙ্গন। হঠাৎ অবসর নেয়া, পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত শেষে অবসর ভেঙে ফেরা আর শীর্ষ এক বোর্ড কর্মকর্তার ফোনের পর বিশ্বকাপ দল থেকে নিজেকে সরিয়ে নেয়ার আলোচনায় উত্তপ্ত ছিল দেশের ক্রিকেট। তবে তামিমের ক্রিকেটের ভবিষ্যৎ কী সেটি জানা যাচ্ছিলো না।

metafore online

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠক করেছেন তামিম। পরে বিকেলে এ উপলক্ষে সংবাদ সম্মেলনও করেন এই তারকা। জানান, আগামী বিপিএল দিয়ে ক্রিকেটে ফিরতে পারেন তিনি। পাপনের সাথে সাক্ষাত পূর্বনির্ধারিত ছিল উল্লেখ করে টাইগার ওপেনার বলেন, মিটিংটি বেশ কিছুদিন আগেই হওয়ার কথা ছিল। আমি কয়েকদিন দেশের বাইরে ছিলাম। আমার কিছু ব্যস্ততার কারণে পিছিয়েছে। এটি গতকাল হওয়ার কথা ছিল। তবে আওয়ামী লীগের মনোনয়নের কারণে সেটি আজকে হয়েছে।

বাংলাদেশের টেস্ট সিরিজ

তবে আনফর্চুনেটলি এটা (তার বৈঠক) এভাবে হয়ে গেছে। সংবাদ সম্মেলন ডাকার বিষয়ে তামিম বলেন, আজকের মিটিংয়ের পর একটা স্টেটমেন্ট আসা জরুরি। এ কারণেই আজকের দিনটা… আমি দুঃখ প্রকাশ করছি যে খেলার একদিন আগে হচ্ছে। আমার জন্য এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে, এটার প্রভাব খেলার মধ্যে না পড়ুক। তামিম আরও বলেন, আমার ভবিষ্যৎ নিয়ে একটি সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার একটা বোঝাপড়া ছিল, অপেক্ষায় ছিলাম ক্রিকেট বোর্ড অফিসিয়ালদের সাথে সাক্ষাতের। আজকে যখন কথা হয় তখন বোর্ড সভাপতির সাথে অনেক বিষয়ে আলাপ করেছি।

আমার কী কী সমস্যা, কী কী হয়েছে বা না হয়েছে এসব বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। এ বিষয়ে উনার যা শেয়ার করার ছিল তা শেয়ার করেছেন। তারপর তাকে বলেছি আমি কী করতে চাই। সাবেক টাইগার অধিনায়ক বলেন, বোর্ড সভাপতি আমাকে বলেছেন জানুয়ারি পর্যন্ত থামতে। জানুয়ারি থেকে দেখা যাক কী হয়। আমি জানুয়ারি থেকে আশা করছি খেলাটা শুরু করবো। শুরু করার পর আপনারা স্পষ্ট ধারণাটা পেয়ে যাবেন কী হচ্ছে, না হচ্ছে। যেহেতু উনি আমাকে অপেক্ষা করতে বলেছেন তাই উনার প্রতি আমি শ্রদ্ধা জানাই।

সম্পর্কিত খবর:

Share.

Comments are closed.

Exit mobile version