আপডেট :অক্টোবর ১০, ২০২৩, ১১:১১ এএম  |  অনলাইন সংস্করণ    বোলিংয়ে বাংলাদেশ

টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বেলা ১১টায় ধর্মশালায় শুরু হবে ম্যাচটি। ইতোমধ্যে টসে জিতে ইংলিশদের আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন এসেছে। মাহমুদউল্লাহ রিয়াদের জায়গায় নেয়া হয়েছে শেখ মেহেদী হাসানকে। টসে জিতে টাইগার অধিনায়ক সাকিব বলেন, ‘(রাতে বৃষ্টি হওয়ায়) আজকের দিনটা অন্যদিনের তুলনায় ঠাণ্ডা। আমাদের একাদশে একটি পরিবর্তন আছে (মেহেদী)। সে ব্যাটিংয়ে ভালো করছে।

লিটন কুমার দাস দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়

আজকে সাফল্য পেতে আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলতে হবে। বাংলাদেশ একাদশ লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান। ইংল্যান্ড একাদশ জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুস, জস বাটলার (অধিনায়ক, উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, স্যাম কারেন, আদিল রশিদ, মার্ক উড এবং রিস টপলি। বোলিংয়ে বাংলাদেশ

metafore online

বছরের অপেক্ষার শেষে এসেছে আরেকটি ওয়ানডে বিশ্বকাপ। দুর্দান্ত এক দল নিয়েও গত বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয় বাংলাদেশ। এবারের বিশ্বকাপে সেই হতাশা ঘোচাতে প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গড়া দলটিকে নিয়ে আশাবাদী কোচ-অধিনায়ক সকলেই। ভালো করার প্রত্যয়ে আজ (৭ অক্টোবর) থেকে শুরু হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। ভারতের ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

ধর্মশালার পিচ বরাবরই পেসবান্ধব। এখানে শুরুর দিকে উইকেটে পেস থাকে যথেষ্ট। মাজের ওভারগুলোতে কিছুটা সুবিধা পান স্পিনাররা। তবে, গতির কথা মাথায় রেখে একাদশে তিন পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচের আগে গতকাল শুক্রবার (৬ অক্টোবর) সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ’সবাই তো বিশ্বকাপ জিততেই চায়। কিন্তু, বাস্তবতা ভিন্ন। আমরা যদি গ্রুপ পর্বে চার-পাঁচটি ম্যাচ জিততে পারি, তাহলে সেমিফাইনালে খেলার সম্ভাবনা থাকবে। আমাদের প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল। আমার মনে হয়, সেমিতে ওঠার মতো যথেষ্ট ভালো দল রয়েছে আমাদের। তারা সেটি করতে পারবে।

clipping path tech

বোলিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে সাকিব আল হাসান। বাংলাদেশ সময় বেলা ১১টায় ম্যাচ শুরু হয়। এদিকে দ্বিতীয় ম্যাচে বাদ পড়ছেন দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। দলে এসেছেন শেখ মেহেদী। আগের ম্যাচে ৫ বোলার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। যা নিয়ে বেশ সমালোচনা সইতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। বাড়তি বোলিং অপশন হিসেবে আজ যুক্ত হয়েছেন মেহেদী।

  বোলিংয়ে বাংলাদেশ

ইংল্যান্ড দলেও আছে এক পরিবর্তন। মঈন আলীর বদলে দলে এসেছেন রিস টপলি। বাংলাদেশের একাদশ : তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান। ইংল্যান্ড একাদশ : দাভিদ মালান, জনি বেয়ারস্টো, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, স্যাম কারান, আদিল রশিদ, মার্ক উড ও রিস টপলি।

সম্পর্কিত খবর:

Share.
Leave A Reply

Exit mobile version