আপডেট : ডিসেম্বর ২৫, ২০২৩ ০৯:৪২ পিএম |  অনলাইন সংস্করণরক্ষার স্বার্থে

আ. লীগের লুটপাট-দুর্নীতি থেকে দেশকে রক্ষার স্বার্থে জাপাকে ভোট দিন: জিএম কাদের

রক্ষার স্বার্থে

আওয়ামী লীগের দুঃশাসন, লুটপাট ও দুর্নীতি থেকে দেশকে রক্ষার স্বার্থে জাতীয় পার্টিকে (জাপা) ভোট দিয়ে জয়যুক্ত করুন বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের।

আজ সোমবার বিকেল ৩টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা চৌমাথায় এক পথসভায় তিনি এ মন্তব্য করেন। জিএম কাদের বলেন, আওয়ামী লীগের দুঃশাসন, লুটপাট ও দুর্নীতি থেকে দেশকে রক্ষার স্বার্থে জাতীয় পার্টিকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। যে অশান্তিতে দিন কাটাচ্ছে মানুষ, তাতে কিছুটা হলেও স্বস্তিতে থাকবে মানুষ।

clipping path tech

পরিবর্তনের জন্য জাতীয় পার্টির প্রয়োজন।’ তিনি আরও বলেন, আওয়ামী লীগ বিভ্রান্ত ছড়িয়েছে। যেখানে আওয়ামী লীগের প্রার্থী সরিয়ে নিয়েছে, সেখানে তারা আবার স্বতন্ত্র প্রার্থী দিয়েছে। তারা আওয়ামী লীগের প্রার্থী। আমরা কোনো মহাজোট করি নাই। সারা দেশে এককভাবে লাঙ্গল প্রতীকে ভোট করছি। গাইবান্ধার মানুষ বৃহত্তর রংপুরের সঙ্গে ছিল। এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। দেশের মানুষের শান্তি ও পরিবর্তনের জন্য আগামী ৭ জানুয়ারি জাতীয় পার্টিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান জাপা চেয়ারম্যান।

সেই সময় জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও গোবিন্দগঞ্জ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অধ্যক্ষ কাজী মশিউর রহমান, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব আব্দুর রাজ্জাক, গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল মান্নান মোল্লা, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির পৌর শাখার সাধারণ সম্পাদক আইয়ুব আলী শেখ, সাপমারা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল করিমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেন, আওয়ামী লীগের দুঃশাসন, লুটপাট ও দুর্নীতি থেকে দেশকে রক্ষার স্বার্থে জাতীয় পার্টিকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। যে অশান্তিতে দিন কাটাচ্ছে মানুষ।

তাতে কিছুটা হলেও স্বস্তিতে থাকবে মানুষ। পরিবর্তনের জন্য জাতীয় পার্টির প্রয়োজন। সোমবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা চৌমাথায় এক পথসভায় এসব কথা বলেন জিএম কাদের।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ বিভ্রান্তি ছড়িয়েছে। যেখানে আওয়ামী লীগের প্রার্থী সরিয়ে নিয়েছে। সেখানে তারা আবার স্বতন্ত্র প্রার্থী দিয়েছেন। তারা আওয়ামী লীগের প্রার্থী। আমরা কোনো মহাজোট করি নাই।

সারা দেশে এককভাবে লাঙ্গল প্রতীকে ভোট করছি। গাইবান্ধার মানুষ বৃহত্তর রংপুরের সঙ্গে ছিল। এখনোও আছে ভবিষ্যতেও থাকবে। দেশের মানুষের শান্তি ও পরিবর্তনের জন্য আগামী ৭ জানুয়ারি জাতীয় পার্টিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। এ সময় জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও গোবিন্দগঞ্জ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অধ্যক্ষ কাজী মশিউর রহমান, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ আব্দুর রাজ্জাক, গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল মান্নান মোল্লা, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির পৌর শাখার সাধারণ সম্পাদক আইয়ুব আলী শেখ, সাপমারা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল করিমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

metafore online

মিঠাপুকুর ও তারাগঞ্জে পথসভায় জিএম কাদের : রংপুর ব্যুরো জানায়, এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সোমবার দুপুরে রংপুরের মিঠাপুকুরে পথসভায় বক্তৃতা করেন। এ সময় তিনি বলেন, ‘আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ তাদের একাধিক প্রার্থী দাঁড় করিয়েছে। ভিন্ন ভিন্ন প্রতীকে আওয়ামী লীগের লোকজনই প্রার্থী হয়েছেন। জাতীয় পার্টিকে হয়রানি করছে। কিন্তু আমরা ভয় করি না। আমাদের হয়রানি করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। আপনারা ভয় করবেন না। নির্বিঘ্নে ভোট দেবেন।

জাতীয় পার্টি ক্ষমতায় আসবে।’ এ সময় রংপুর-৫ আসনে জাপার প্রার্থী আনিছুর রহমান আনিছকে পরিচয় করিয়ে দিয়ে তার জন্য সবার কাছে ভোট চান তিনি। পথসভায় বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর মহানগর ও জেলার সভাপতি, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, স্থানীয় জাপা নেতা আবদুল হালিম প্রমুখ। এরপর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুর-৬ আসনের পীরগঞ্জ লালদীঘিতে পথসভায় বক্তব্য রাখেন। সেখানে তিনি জাতীয় পার্টির প্রার্থী, উপজেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য নুরে আলম যাদুকে লাঙ্গল মার্কায় ভোট দিতে পীরগঞ্জবাসীকে আহ্বান জানান। পরে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে রওয়ানা দেন।

সম্পর্কিত খবর:

অভিনেতা ভিকি কৌশল, চলচ্চিত্র নির্মাতা মেঘনা গুলজার আজ আড্ডায়

Share.
Leave A Reply

Exit mobile version