ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে ‘ক্রাইম সিন’বেষ্টনী সরিয়ে নিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ‘ক্রাইম সিন’ হিসেবে দেওয়া বেষ্টনী সরিয়ে নেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

metafore online

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের কমিশনার হায়াতুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, সিআইডি তাদের ক্রাইম সিন বেষ্টনী সরিয়ে নিয়েছে। বিএনপি কার্যালয়ের চাবি বুঝিয়ে দেওয়া হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন কার্যালয়ের চাবি বিএনপির নেতা-কর্মীদের কাছেই রয়েছে।

clipping path tech

Also Read:প্রতিকূল পরিস্থিতিতেই Bangla News টানা কর্মসূচিতে মাঠে থাকতে চায় বিএনপি

আজ দুপুরে সরেজমিনে দেখা গেছে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছে। কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলছে। বিএনপির নেতা-কর্মীদের কাউকে কার্যালয়ের সামনে দেখা যায়নি।

Buy Database Online – classy database

গত শনিবার বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর থেকে ওই অংশকে ‘ক্রাইম সিন’ হিসেবে বেষ্টনী দিয়ে রাখা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version