টানা বৃষ্টিতে বগুড়া শহরজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে কর্মক্ষেত্রে ও বিভিন্ন কাজে বাইরে বের হওয়া নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এদিকে শনিবার সকাল ৬ টা থেকে রবিবার সকাল ৬ টা পর্যন্ত বগুড়ায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।রবিবার সকাল ৬ টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ২৫.০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বগুড়া আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, মৌসুমী বায়ুর প্রভাবে এবং নিম্নচাপ থাকায় টানা বৃষ্টি হচ্ছে। আগামী দুইদিন সোমবার ও মঙ্গলবার বৃষ্টি অব্যাহত থাকবে। এরপর আবহাওয়া স্বাভাবিক থাকবে ।

টানা বৃষ্টিতে বগুড়া শহরের শেরপুর সড়কের প্রবেশমুখ, পার্ক রোড, টেম্পল রোড, থানা মোড় খেকে দত্তবাড়ি মোড়, আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে শেরপুর সড়কের সংযোগ রাস্তা, ১ নম্বর রেলঘুমটি থেকে চকযাদু সড়ক, মালগুদাম লেন, বৌ-বাজার, সেউজগাড়ি, জামিলনগর, জহুরুলনগর, কলোনী, মফিজপাগলার মোড়, কৈগাড়িসহ শহরের অলিগলিতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব এলাকায় ১ থেকে ৩ ফুট পর্যন্ত জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

বগুড়ার শহরের জলাবদ্ধতা নিরসনে চলতি অর্থবছরে পৌরসভা ১৫০ কোটি টাকার কাজ করেছে।

বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা জলাবদ্ধতার দায় স্বীকার করে বলেন, মাস্টারপ্ল্যান না থাকায় শহরের জলাবদ্ধতা কমানো যাচ্ছে না। তবে আমাদের কার্যক্রম চলমান আছে। বড় বড় ড্রেনগুলো পরিষ্কার করা হচ্ছে। নতুন করে শহরজুড়ে ড্রেন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version