আপডেট: ০০:৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩|  অনলাইন সংস্করণ  ইইউর স্থপতি জ্যাক 
আধুনিক ইইউর স্থপতি জ্যাক ডেলরস মারা গেছেন

ইইউর স্থপতি জ্যাক 

ইউরোপীয় কমিশনের সাবেক প্রেসিডেন্ট জ্যাক ডেলরস ৯৮ বছর বয়সে মারা গেছেন। তার কন্যা এ তথ্য জানিয়েছেন। ডেলরসকে আধুনিক ইউরোপীয় ইউনিয়নের স্থপতি বলা হয়ে থাকে। খবর বিবিসির। তিনি ব্লকটির মধ্যে মানুষজন, পণ্য ও পরিষেবার অবাধ যাতায়াতের অনুমতি দিয়ে একক বাজার তৈরি করতে সহায়তা করেছিলেন। ১৯৮৫ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ডেলর ইউরোপীয় কমিশনের দায়িত্বে ছিলেন। ইউরোপে একক মুদ্রা ইউরো চালুরও ভিত্তি স্থাপন করে দিয়েছিলেন তিনি। ডেলরের কন্যা মার্টিন অরবি বলেন, প্যারিসে নিজ বাড়িতে বুধবার সকালে ঘুমে থাকাকালে তিনি মারা যান।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ডেলরসের প্রশংসা করেছেন।

তিনি ১৯৮১ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ফ্রান্সের অর্থমন্ত্রী ছিলেন ম্যাক্রো তার মৃত্যুতে শোক জানিয়ে বলেন, তার প্রতিশ্রুতি, তার আদর্শ এবং তার ন্যায়পরায়ণতা আমাদের সবসময় অনুপ্রাণিত করব। আমি তার কাজ ও তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। ডেলরস তিন মেয়াদে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। অন্যদের চেয়ে বেশি সময় তিনি এ পদে ছিলেন। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল তাকে দারুণ একজন ফ্রেঞ্চম্যান ও ইউরোপিয়ান বলে আখ্যা দিয়ে বলেছেন, তিনি আমাদের ইউরোপের অন্যতম নির্মাতা হিসেবে ইতিহাসে রয়েছেন।আধুনিক ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) স্থপতি ও ইউরোপীয় কমিশনের সাবেক প্রেসিডেন্ট জ্যাক ডেলরস মারা গেছেন।

clipping path tech

স্থানীয় সময় বুধবার (২৭ ডিসেম্বর) সকালে প্যারিসে নিজ বাড়িতে মারা যান তিনি। ডেলরসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে। ডেলরসের মেয়ে মার্টিন অউব্রি জানিয়েছেন, ঘুমের মধ্যে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে ডেলরসের বয়স হয়েছিল ৯৮ বছর। ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের মধ্যে মানুষ, পণ্য ও সেবার অবাধ চলাচলের ব্যবস্থা করে একক ইউরোপীয় বাজার তৈরিতে মুখ্য ভূমিকা পালন করেছিলেন জ্যাক ডেলরস। ১৯৮৫ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে একক ইউরোপীয় মুদ্রা ইউরোর ভিত্তিও স্থাপন করেছিলেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ডেলরসকে একজন ‘ফরাসি রাষ্ট্রনায়ক’ এবং ‘ইউরোপের অনিঃশেষ কারিগর’ আখ্যা দিয়ে ম্যাক্রোঁ বলেন, ‘তার সংকল্প, আদর্শ ও ন্যায়পরায়ণতা আমাদের সবসময় অনুপ্রাণিত করবে। তার কর্ম ও স্মৃতির প্রতি আমার শ্রদ্ধা এবং তার স্বজনদের প্রতি আমার সমবেদনা রইলো।’

ডেলরস ১৯৮১ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ফরাসি অর্থমন্ত্রী এবং এর পর একটানা তিনবার ইউরোপীয় কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ইউরোপীয় কমিশনের বর্তমান প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনও ডেলরসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ডেলরস একজন স্বপ্নদ্রষ্টা ছিলেন। তিনি ইউরোপকে শক্তিশালী করেছেন। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল ডেলরসকে একজন ‘মহান ফরাসি ও ইউরোপীয় ব্যক্তিত্ব’ হিসেবে উল্লেখ করে বলেছেন, ইউরোপের অন্যতম নির্মাতা হিসেবে ইতিহাসের পাতায় নিজের ছাপ রেখে গেছেন ডেলরস।ইউরোপীয় কমিশনের সাবেক প্রেসিডেন্ট ও আধুনিক ইইউর স্থপতি জ্যাক ডেলরস মারা গেছেন। ইউরোপে একক মুদ্রা চালু করার মুল পরিকল্পনাকারী এ ব্যক্তিত্ব ৯৮ বছর বয়সে পৃথিবী ছাড়লেন। বুধবার (২৭ ডিসেম্বর) ডেলরের কন্যা মার্টিন অরবির বরাত ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।ডেলরের কন্যা বলেন, প্যারিসে নিজ বাড়িতে বুধবার সকালে ঘুমে থাকাকালে তিনি মারা যান। জানা গেছে, ১৯৮৫ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত তিন মেয়াদে ডেলর ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন।

metafore online

এ সময় তিনি ব্লকটির মধ্যে মানুষজন, পণ্য ও পরিষেবার অবাধ যাতায়াতের অনুমতি দিয়ে একক বাজার তৈরি করতে সহায়তা করেছিলেন। সেই সঙ্গে ইউরোপে একক মুদ্রা ইউরো চালুরও ভিত্তি স্থাপন করেছিলেন তিনি। তাকে আধুনিক ইউরোপীয় ইউনিয়নের স্থপতি বলা হয়ে থাকে। প্রতিবেদনে জানা গেছে, জ্যাক ডেলরস ১৯৮১ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ফ্রান্সের অর্থমন্ত্রী ছিলেন।ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ডেলরসের প্রশংসা করে তার মৃত্যুতে শোক জানিয়ে বলেন, তার প্রতিশ্রুতি, তার আদর্শ এবং তার ন্যায়পরায়ণতা আমাদের সবসময় অনুপ্রাণিত করব। আমি তার কাজ ও তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।ইউরোপীয় কমিশনের সাবেক প্রেসিডেন্ট জ্যাক ডেলরস মারা গেছেন।

তাকে আধুনিক ইউরোপীয় ইউনিয়নের স্থপতি বলা হয়। বুধবার (২৭ ডিসেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বুধবার সকালে প্যারিসে নিজ বাড়িতে ঘুমে থাকাকালে জ্যাক ডেরলস মারা যান বলে জানিয়েছেন তার কন্যা মার্টিন অরবি। ডেলরস তিন বার ইউরোপীয় কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার পরে এই পদে এত বার কেউ দায়িত্ব পালন করেননি। তিনি ১৯৮১ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ফ্রান্সের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডেলরসের মৃত্যুতে শোক প্রকাশ করে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেন, “ডেলরস একজন ফরাসি রাষ্ট্রনায়ক। তিনি ইউরোপের অনিঃশেষ কারিগর। তার সংকল্প, আদর্শ ও ন্যায়পরায়ণতা আমাদের সবসময় অনুপ্রাণিত করবে। তার কাজ ও স্মৃতির প্রতি আমার শ্রদ্ধা। তার প্রিয়জনের সঙ্গে আমি সমভাবে ব্যথিত।” ইউরোপীয় কমিশনের বর্তমান প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইনও ডেলরসের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, “ডেলরস একজন স্বপ্নদ্রষ্টা ছিলেন। তিনি আমাদের ইউরোপকে শক্তিশালী করেছেন।” ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল ডেলরসকে একজন মহান ফরাসি ও ইউরোপীয় হিসেবে উল্লেখ করেন।

সম্পর্কিত খবর:

কোমরে পিস্তল নিয়ে নির্বাচনী প্রচারণা, সেই আ. লীগ নেতাকে শোকজ

Share.
Leave A Reply

Exit mobile version