আপডেট : ২৫ আগস্ট ২০২০,১১ টা ৩৭ এএম  |  অনলাইন সংস্করণ  সুশান্তের মামলায় এবার রিয়াকে তলব

সুশান্তের মামলায় এবার রিয়াকে তলব সিবিআইয়ের

সুশান্তের মামলায় এবার রিয়াকে তলব

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে এবার জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তার বাবাকে তলব করেছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে এবার জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তার বাবাকে তলব করেছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।

metafore online

সুশান্তের মৃত্যুর পর তার পরিবারের পক্ষ থেকে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক জালিয়াতি ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে তার বিরুদ্ধে পাটনায় একটি মামলা করে। খবর এনডিটিভির। পরে ওই মামলা সিবিআইয়ের কাছে গেলে সুপ্রিমকোর্টও তাতে সায় দেন। গত সপ্তাহে সুপ্রিমকোর্ট রায় দেয়ার পর শুক্রবার মুম্বাইয়ে আসে সিবিআইয়ের একটি বিশেষ দল।

রোববার সুশান্তের রাঁধুনি এবং তার বন্ধু সিদ্ধার্থ পিঠানিকে জিজ্ঞাসাবাদ করা হয়।সিদ্ধার্থ পিঠানি একসময় সুশান্ত সিং রাজপুতের ফ্ল্যাটে থাকতেন এবং পরে তার ক্রিয়েটিভ ম্যানেজার হিসেবেও কাজ করতে শুরু করেন। তিনি নিজেকে একজন অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা বলেও দাবি করেন। গত ১৪ জুন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে তার বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক তদন্তের পর মুম্বাই পুলিশ জানায়, সুশান্ত আত্মহত্যা করেছেন। যদিও তার বাবা ছেলের মৃত্যুর পর অভিযোগের কাঠগড়ায় তুলেছেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে।

clipping path tech

তদন্তে নেমে ১৩-১৪ জুন দুপুর পর্যন্ত ঠিক কী হয়েছিল, তা জানতে প্রয়াত অভিনেতার আবাসনে অভিযান চালায় সিবিআই। ইতিমধ্যে সিদ্ধার্থ পিঠানি ও সুশান্তের রাঁধুনির বয়ান রেকর্ড করেছেন গোয়েন্দারা।এদিকে প্রয়াত অভিনেতার ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়েছেন গোয়েন্দারা। কুপার হাসপাতালের পক্ষ থেকে সেই রিপোর্ট হস্তান্তর করা হয়েছে সিবিআইকে।

সুশান্ত কাণ্ডে ফের সিবিআইয়ে ডাক পড়ল রিয়া চক্রবর্তীর। রবিবার দুপুরে সিবিআই দফতরে আসার জন্য সমন পাঠানো হয়েছে অভিনেত্রীকে।

শনিবারই সুশান্তের প্রেমিকা রিয়াকে সাতঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিনেত্রীকে তাঁর আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন করা হয়েছিল শনিবার, বিশেষ করে সুশান্তের অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাআ গায়েব হয়ে যাওয়ার বিষয়ে।

এ ব্যাপারে সুশান্তের বাবা পাটনা পুলিশের কাছে মামলা দায়ের করেছিল।সূত্রের খবর, সিবিআইয়ের কাছে রিয়া সব ধরনের তাঁর ওপর ওঠা অভিযোগ খারিজ করেছে এবং তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে তিনি সুশান্তের অ্যাকাউন্ট থেকে এক টাকাও নেননি। যা খরচ হয়েছে তা সবই সুশান্তের ইচ্ছাতে হয়েছে। রিয়াকে তাঁর উপার্জনের বিষয়েও প্রশ্ন করা হয়, যা খুব বেশি নয় এবং তিনি কীভাবে তাঁর জীবনধারণ করেন সে বিষয়েও জানতে চায় সিবিআই। রিয়া এ প্রসঙ্গে জানিয়েছেন যে তিনি তাঁর আয়ের মাধ্যমেই জীবনধারন চালান এবং এর মধ্যে লোকানোর কোনও বিষয় নেই।

Buy Database Online – classy database

সিবিআই অফিসার নুপুর প্রসাদ ৮ জুন প্রসঙ্গে রিয়াকে প্রশ্ন করেন, এদিনই অভিনেত্রী প্রয়াত অভিনেতার বাড়ি ছেড়ে চলে যান। রিয়াকে প্রশ্ন করা হয় যে সুশান্ত যখন অসুস্থ ছিলেন তা জানা সত্ত্বেও কেন তিনি অভিনেতার বান্দ্রার বাড়ি ছাড়লেন। বরং রিয়ার উচিত ছিল তাঁকে মানসিকভাবে সমর্থন করা। রিয়া এ বিষয়ে জানিয়েছেন যে তিনি বাড়ি ছাড়তে চাননি, কিন্তু সুশান্ত খুবই অধৈর্য্য হয়ে উঠেছিলেন এবং চাইছিলেন যে রিয়া তাঁর নিজের বাড়ি চলে যাক।

রিয়া আরও জানান যে সুশান্ত তাঁকে ক্রমাগত বলেছিলেন যে তিনি কুর্গে চলে যেতে চান এবং সেখানে ক্ষেত–খামারি করে থাকতে চান। তিনি কুর্গে বাড়িও খুঁজছিলেন। সুশান্ত যেহেতু বুঝতে পারছিলেন যে রিয়ার অবস্থা ক্রমশঃ খারাপ হয়ে যাচ্ছে তাই তিনি তাঁকে বাড়ি ছেড়ে কিছুদিন নিজের বাড়িতে চলে যেতে বলেছিলেন। যাতে রিয়া সুস্থ হওয়ার পর ফের সুশান্তকে সাহায্য করার জন্য আসতে পারেন। চলে যেতে চাইছিলেন সুস্থ হওয়ার জন্য। 

সম্পর্কিত খবর:
ফের প্রেমে পড়েছেন শ্রাবন্তী

Share.
Leave A Reply

Exit mobile version