আপডেট: ১৪:২১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪ |  অনলাইন সংস্করণ    চার বছর পর পর্দায় ফিরছেন কায়েস 

চার বছর পর পর্দায় ফিরছেন কায়েস আরজু

    চার বছর পর পর্দায় ফিরছেন কায়েস 

 নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে আসতে যাচ্ছেন চিত্রনায়ক কায়েস আরজু। ‘

আরজু -পরীমণি’ জুটি অভিনীত সবশেষ সিনেমা ‘আমার প্রেম আমার প্রিয়া’ ‍মুক্তি পায় চার বছর আগে।   এরপর আগামী ২৬ জানুয়ারি মুক্তি পাচ্ছে এই নায়কের নতুন সিনেমা ‘রুখে দাঁড়াও’।  সামাজিক সেন্টিমেন্টের সঙ্গে প্রেম ও সংঘাতের অনবদ্য গল্পের দ্বন্দ-সংঘাত নিয়ে বিন্যাস্ত হয়েছে সিনেমাটির কাহিনী বলে জানান এই নায়ক।

clipping path tech

  এতদিনের বিরতি প্রসঙ্গে নায়ক জানান, মাঝের দুই বছর করোনা ছিলো। পাশাপাশি সিনেমা হলের অবস্থাও ভালো ছিল না। এখন যেহুতু সিনেমার সুদিন ফিরছে তাই আশা করছি নিয়মিত সিনেমা মুক্তি পাবে।   জানা যায়, দেবাশীষ সরকারের কাহিনী সংলাপ, চিত্রনাট্য ও গীত রচনায় সিনেমাটি পরিচালনা করেছেন সুকুমার চন্দ্র দাশ। এতে কায়েস আরজু ছাড়াও আরও অভিনয় করেছেন তানহা তাসনিয়া, আঁখি চৌধুরী, কাজী হায়াৎ, আশিক, নাদের চৌধুরী, সুব্রত, গাংগুয়া প্রমুখ।   সিনেমাটি নিয়ে কায়েস আরজু বলেন, মাটির গল্প, কৃষ্টি কালচারের গল্প ও আমাদের প্রাত্যহিক জীবনে, পরিবারে ও সমাজে ঘটে যাওয়া গল্পের কারণে সিনেমাটি সবশ্রেণীর দর্শকদের ভালো লাগবে।

ত ফেব্রুয়ারিতে শামীমুল ইসলাম শামীম পরিচালিত ‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমার মধ্য দিয়ে শেষবার বড় পর্দায় হাজির হন চিত্রনায়ক কায়েস আরজু।

এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন চিত্রনায়িকা পরীমনি।সম্প্রতি ‘আগুনে পোড়া কান্না’ নামের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন কায়েস আরজু। নবাগত নির্মাতা মেহদি হাসান ঈশা পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করবেন নবাগত চিত্রনায়িকা আরোহী।আরজু নিজেই বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’খ্যাত অভিনেতা বলেন, ‘দুই বছর পর নতুন কোনও সিনেমায় চুক্তিবদ্ধ হলাম। আসলে অনেক সিনেমার প্রস্তাব আসে, কিন্তু মনের মতো স্ক্রিপ্ট না পাওয়ায় নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হতে এতদিন সময় লেগে গেলো। ’‘আগুনে পোড়া কান্না’ প্রেম, বিরহ ও পারিবারিক গল্পের সিনেমা। এর স্ক্রিপ্ট আমার অনেক ভালো লেগেছে, আশা করছি দর্শকের ভালো লাগবে’, যোগ করেন তিনি।

জানা যায়, আগামী ১৫ মে থেকে গাজীপুরের পূবাইলে সিনেমাটির শুটিং শুরু হবে।

টানা ১৫দিন শুটিং শেষে ইউনিট যাবে রাজশাহীতে। এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ পি জি মোস্তফার।২০০৭ সালে হাছিবুল ইসলাম মিজান পরিচালিত ‘তুমি আছো হৃদয়’ সিনেমার মধ্য দিয়ে কায়েস আরজুর বড় পর্দায় অভিষেক ঘটে।

metafore online

আমি সিনেমাটির সফলতার ব্যাপারে শতভাগ আশাবাদী।   এই নায়কের বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’ মেহেদী হাসানের ‘আগুনে পোড়া কান্না’ মির্জা সাখাওয়াত হোসেনের ‘অপুর বসন্ত’সহ প্রায় আটটি চলচ্চিত্র। আগামী মাস থেকে আরও দুইটি সিনেমার শুটিং শুরু করার কথা রয়েছে বলেও জানান চিত্রনায়ক কায়েস আরজু।

সম্পর্কিত খবর:

গায়েবি বাক্সের ভোটে এমপি হলেন ‘ডামি’ নির্বাচনের প্রার্থীরা: ১২ দলীয় জোট

Share.
Leave A Reply

Exit mobile version