আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১২:০০ পিএম |  অনলাইন সংস্করণ    মৌসুমী

শুটিংয়ে ফিরছেন মৌসুমী

  মৌসুমী

দুই মাস আমেরিকা ভ্রমণ, এরপর দেশে এসে নিজের ফাউন্ডেশনের কাজ, শিল্পী সমিতির নির্বাচন-এসব নিয়েই ব্যস্ত চিত্রনায়িকা মৌসুমী।ফলে হাতে থাকা সিনেমার শুটিং শেষ করতে পারছিলেন না।যদিও এসব সিনেমার শিডিউলও দেওয়া ছিল না।

তবে বাকি থাকা কাজ দ্রুতই শেষ করে দিতে চান এ অভিনেত্রী। সর্বশেষ গত বছরের অক্টোবরে মির্জা সাখাওয়াৎ হোসেনের পরিচালনায় ‘ভাঙ্গন’ সিনেমায় অভিনয় করেছিলেন। এরপর আর তাকে কোনো শুটিংয়ে দেখা যায়নি। কারণ এর পরপরই তিনি আমেরিকায় চলে যান। সেখান থেকে ফিরেছেন গেল বছরের ডিসেম্বরের শেষদিকে। এবার শুটিংয়ে ফেরার পরিকল্পনা করেছেন মৌসুমী।

clipping path tech

তিনি জানিয়েছেন, ২৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শেষ হলেই শুটিং শুরু করবেন। প্রসঙ্গত, এবারের নির্বাচনে তিনি মিশা-জায়েদ পরিষদ থেকে কার্যকরী সদস্য হিসাবে অংশ নিয়েছেন।এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘নির্বাচন ভালোভাবে হোক, সুন্দরভাবে হোক-এটাই আমার প্রত্যাশা।বাঙালি দর্শক মৌসুমী চট্টোপাধ্যায়ের কাজ দেখার অপেক্ষায় থাকেন। এ বার ‘হেঁশেল’ ছবিতে কাজ করবেন মৌসুমী। সঙ্গে থাকছেন রসিকা দুগ্গল। আগামী ফ্রেব্রুয়ারিতে এই ছবির শুটিং হবে কলকাতা শহরে। বাংলা নাম হলেও ছবিটি কিন্তু হিন্দি। বাঙালি শ্বশুরবাড়িতে বিয়ে হয়ে আসে পাঞ্জাবি এক বউ। এরপর শাশুড়ি-বউমার মধ্যে রান্নার প্রতিযোগিতা শুরু হয়ে যায়! কোন খাতে মোড় নেয় তাদের জীবন, তাই নিয়েই ছবি। পরিচালকের নাম অর্পণ রায়। অর্পণ কলকাতা শহরে বড় হলেও শেষ দশ বছর কাজ করছেন মুম্বইয়ে।

নান ধরনের কনটেন্ট আর বিজ্ঞাপন তৈরির কাজে ব্যস্ত ছিলেন এতদিন। এ বার প্রথম ছবি তৈরির কাজে হাত দিচ্ছেন।

অর্পণের কথায়, ‘বাংলাকে ঘিরে একটা হিন্দি ছবি তৈরি হোক, সেটাই চেয়েছিলাম। যে কারণে গল্পের প্রেক্ষাপটও কলকাতা। মৌসুমী চট্টোপাধ্যায়ের গল্পটা পছন্দ হয়েছে। উনি কলকাতায় এসে শুটিং করার ব্যাপারে আগ্রহী’।নতুন বছরে এবারই প্রথম শুটিংয়ে অংশ নিতে যাচ্ছেন প্রিয়দর্শিনী মৌসুমী। আগামী ২৪ জানুয়ারি তিনি মির্জা সাখাওয়াৎ হোসেনের পরিচালনায় সরকারি অনুদানের সিনেমা ‘ভাঙ্গন’-এর সর্বশেষ কাজ করবেন। মৌসুমী জাহিদ হোসেনের পরিচালনায় ‘ফু’ নামের আরেকটি নতুন সিনেমার কাজ শুরু করার কথাও জানান। এই সিনেমা শুরু হলে টানা কদিন কাজ করে আবার আমেরিকার উদ্দেশে উড়াল দেবেন মৌসুমী। নতুন বছরের প্রথম শুটিং প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘ভাঙ্গন সিনেমাটি ভাসমান কিছু মানুষের জীবনের গল্প নিয়ে তৈরি।

আমাদের চেনাজানা কাছের কিছু চরিত্রকেই দেখতে পাবেন এই সিনেমার বিভিন্ন চরিত্রে। আমরা অনেক সময় মনে করি, এমন ভাসমান মানুষের জীবনে হয়তো ভালোবাসা নেই, হাসি-আনন্দ নেই, নেই ভালোবাসার ভাগাভাগি। কিন্তু এটা ভুল কথা। ওরা যতই কষ্ট করুক, কষ্টে দিন কাটাক না কেন, প্রত্যেক মানুষের মতোই ওদের জীবনেও আনন্দবিনোদন রয়েছে। সুখ-দুঃখের ভাগাভাগি রয়েছে। তাদের ভেতরেও রাজনীতি আছে, আছে স্বপ্ন। এসব বিষয়ই দেখতে পাবেন ভাঙ্গন সিনেমায়। কাজ করতে গিয়ে মনে হয়েছে তাদের মতোই একজন নারী আমি। জীবনটাকে অন্যরকমভাবে উপলব্ধি করেছি আমি।’ নির্বাচন প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘নির্বাচন ভালোভাবে হোক, সুন্দরভাবে হোক— এটাই প্রত্যাশা। সবাই তাদের নিজেদের সমিতি নিজেদের মতো করে সাজানোর স্বপ্ন দেখেন। প্রত্যেক সদস্যেরই সেই অধিকার রয়েছে।

metafore online

যারা ভালো কাজ করছেন, আগামীতে আরো ভালো করবেন, সমিতির সদস্যদের অধিকার রয়েছে তাদের বেছে নেয়ার ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে।’

এদিকে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশের চলচ্চিত্রের নন্দিত নায়িকা মৌসুমী বেশ ব্যস্ত সময় পার করছেন। কারণ ‘মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র পক্ষ থেকে তিনি রাজধানীর হাতিরঝিলসহ বিভিন্ন এলাকার এক হাজারেরও বেশি অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন পুত্র ফারদিনসহ ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত আরো অনেকে।

এদিকে মৌসুমী সর্বশেষ গেল বছরের অক্টোবরে মির্জা সাখাওয়াৎ হোসেনের পরিচালনায় ‘ভাঙ্গন’ সিনেমায় অভিনয় করেছিলেন। এরপর আর তাকে কোনো শুটিংয়ে দেখা যায়নি। কারণ, এর পরপরই তিনি তার মেয়ে ফাইজাহকে নিয়ে আমেরিকায় চলে যান। কাকে চুম্বনের তুষারঝড় পাঠালেন নুসরত! পরিচালক আরও জানালেন মৌসুমী, রসিকা দু’জনেই খাদ্যরসিক। তাই এখন থেকেই নানা পদ নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। মোহন আগাসে, চন্দন রায় সান্যাল থাকতে পারেন গুরুত্বপূর্ণ চরিত্রে। অন্য দুই চরিত্রের জন্য অর্পণ ভেবেছেন খরাজ মুখোপাধ্যায় আর সাবিত্রী চট্টোপাধ্যায়ের কথা। প্রসঙ্গত পরিচালক রাহুল মুখোপাধ্যায় মৌসুমী চট্টোপাধ্যায়কে একটি ছবি করার প্রস্তাব দিয়েছেন। অর্থাৎ মৌসুমীর অনুরাগীরা আবারও তাঁকে বড়পর্দায় দেখতে পাবেন।

সম্পর্কিত খবর:

টাইগার 3 বক্স অফিস কালেকশনের 13 তম দিনের প্রাথমিক প্রতিবেদন: সালমান খান-ক্যাটরিনা কাইফ 2 কোটি টাকা ছাড়িয়ে যেতে লড়াই করছে
Share.
Leave A Reply

Exit mobile version