আপডেট: ২৪ জানুয়ারি ২০২৪, ০৫: ৪৫ |  অনলাইন সংস্করণ  ‘আরিয়া’কে ভুলবেন না সুস্মিতা

‘আরিয়া’কে ভুলবেন না সুস্মিতা

‘আরিয়া’কে ভুলবেন না সুস্মিতা

ওয়েব সিরিজ ‘আরিয়া দিয়ে দুর্দান্তভাবে প্রত্যাবর্তন করেছেন সুস্মিতা সেন। এবার আসছে জনপ্রিয় এ সিরিজের অন্তিম কিস্তি। সম্প্রতি সুস্মিতা সিরিজকে ঘিরে তাঁর অনুভূতি ব্যক্ত করেছেন।

metafore online

২০২০ সালে ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছিল ‘আরিয়া’র প্রথম সিজন। এ সিরিজের সৌজন্যে সুস্মিতা অভিনয়–দুনিয়ায় দারুণভাবে প্রত্যাবর্তন করেছিলেন। সিরিজটির নামভূমিকায় অভিনয় করেছেন সুস্মিতা। আগামী ৯ ফেব্রুয়ারি আসতে চলেছে এ সিরিজের তৃতীয় সিজনের দ্বিতীয় ও শেষ ভাগ। সম্প্রতি আরিয়ার এই পর্বগুলোর ট্রেলার মুক্তি পেয়েছে। এবারও ট্রেলারে বাজিমাত করেছেন সুস্মি …

ওয়েব সিরিজ ‘আরিয়া দিয়ে দুর্দান্তভাবে প্রত্যাবর্তন করেছেন সুস্মিতা সেন। এবার আসছে জনপ্রিয় এ সিরিজের অন্তিম কিস্তি। সম্প্রতি সুস্মিতা সিরিজকে ঘিরে তাঁর অনুভূতি ব্যক্ত করেছেন।   ২০২০ সালে ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছিল ‘আরিয়া’র প্রথম সিজন। এ সিরিজের সৌজন্যে সুস্মিতা অভিনয়–দুনিয়ায় দারুণভাবে প্রত্যাবর্তন করেছিলেন। সিরিজটির নামভূমিকায় অভিনয় করেছেন সুস্মিতা।

আগামী ৯ ফেব্রুয়ারি আসতে চলেছে এ সিরিজের তৃতীয় সিজনের দ্বিতীয় ও শেষ ভাগ। সম্প্রতি আরিয়ার এই পর্বগুলোর ট্রেলার মুক্তি পেয়েছে। এবারও ট্রেলারে বাজিমাত করেছেন সুস্মিতা।

clipping path tech

  এই নতুন পর্বের নাম দেওয়া হয়েছে আরিয়া অন্তিম বার। এক বিবৃতিতে সিরিজটি নিয়ে সুস্মিতা বলেছেন, ‘“আরিয়া” আমার হৃদয়ে এক বিশেষ জায়গা জুড়ে আছে। বেদনা, ক্ষত, আবেগ, ভালোবাসা আর প্রতারণার মিশেলে অন্তিম পর্বের গল্প বোনা হয়েছে।   এই চরিত্রে অভিনয়ের সুবাদে আমি এমন অনেক কিছু পেয়েছি, যা আমি আগে কল্পনাও করিনি। সিরিজে আমার অভিনীত চরিত্রটি যেভাবে এগিয়েছে, দর্শককেও রোমাঞ্চিত করেছে। “আরিয়া”র গল্প যে আমার হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে গেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।’  

নিজের অভিনীত চরিত্রের প্রসঙ্গে সুস্মিতা আরও বলেন, ‘চরিত্রটির মাধ্যমে আমি অনেক কিছু পেয়েছি। চরিত্রটা আমার চারিত্রিক গঠন নানাভাবে সমৃদ্ধ করেছে। যখন নিজেকে কিছুতেই অনুপ্রাণিত করতে পারছিলাম না, তখন “আরিয়া” চরিত্রটি আমাকে শক্তি জুগিয়েছিল। চরিত্রটি আমাকে ঘুরে দাঁড়াতে শিখিয়েছে। চরিত্রটি আমাকে অভিনেত্রী হিসেবে নতুন দিক অন্বেষণের সুযোগ দিয়েছে। আমার মধ্যকার আবেগ আরও জাগরিত হয়ে উঠেছে এই চরিত্রের মাধ্যমে।’   রাম মাধবানির ‘আরিয়া: অন্তিম বার’-এ সুস্মিতা ছাড়া আছেন ইলা অরুণ, সিকান্দর খের, ইন্দ্রনীল সেনগুপ্ত, বিকাশ কুমার, মায়া সারাও, গীতাঞ্জলি কুলকার্নি, আরুষি বাজাজসহ আরও অনেকে।

সম্পর্কিত খবর:

‘শেষ পাতা’, ‘মেঘের কপাট’সহ যেসব সিনেমা দেখতে পারেন

Share.
Leave A Reply

Exit mobile version