আপডেট: ১৪ জানুয়ারি, ২০২৪ ১৯:০০ |  অনলাইন সংস্করণ  টালিউডে বুবলী

টালিউডে বুবলী

টালিউডে বুবলী

ফ্ল্যাশব্যাক সিনেমার শুটিং ইতোমধ্যেই শুরু হয়েছে। কলকাতায় চলছে শুটিং।

বাকিটা হবে উত্তরবঙ্গে। চলতি বছরেই এই সিনেমা বড় পর্দায় মুক্তি পাবে।  সীমানা পেরিয়ে এবার টালিউডে পা রাখতে চলেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তার সঙ্গে দেখা যাবে ওপার বাংলার দুই জনপ্রিয় অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় এবং সৌরভ দাসকে।   বাংলাদেশি নির্মাতা রাশেদ রাহা পরিচালিত ‘ফ্ল্যাশব্যাক’ সিনেমা দিয়েই বুবলীর এই টালিউড যাত্রা শুরু হচ্ছে। সিনেমাটির চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন খায়রুল বাসার নির্ঝর এবং গল্প রাশেদ রাহা এবং নির্ঝরের।   ফ্ল্যাশব্যাক সিনেমায় অঞ্জন নামক এক চরিত্রে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়কে। অঞ্জন নামক এই চরিত্রটি থিয়েটার জগতের একটি নামকরা চরিত্র। তবে অঞ্জন বহুদিন নাটক, মঞ্চ সব কিছু থেকেই দূরে। লাপাতা একেবারে।

metafore online

কিন্তু মঞ্চ থেকে দূরে থাকলেও অভিনয় কিন্তু মোটেই ছাড়েনি অঞ্জন। নাটকের মঞ্চের বদলে এখন বাস্তবে অভিনয় করেন তিনি।   এই সিনেমায় ভবঘুরের চরিত্রে দেখা যাবে সৌরভ দাসকে। তার চরিত্রের নাম ডিকে। অন্যদিকে একজন চলচ্চিত্র নির্মাতার চরিত্রে থাকবেন শবনম বুবলী। তার চরিত্রের নাম শ্বেতা।   হিন্দুস্তান টাইমস বলছে, গল্পে ঘটনাক্রমে দেখা হবে এই তিন চরিত্রের। ছবিটির প্রেক্ষাপট পাহাড়। সেখানে দাঁড়িয়ে সিনেমার থেকেও জীবনের চিত্রনাট্য আরও কতটা রোমাঞ্চকর হয়ে ওঠে সেটা নিয়েই এই সিনেমা। দেখা যাবে এই তিন চরিত্রের জীবন কোনদিকে বাঁক নেয় সেটা।   ফ্ল্যাশব্যাক সিনেমার শুটিং ইতোমধ্যেই শুরু হয়েছে। কলকাতায় চলছে শুটিং। বাকিটা হবে উত্তরবঙ্গে।

চলতি বছরেই এই সিনেমা বড় পর্দায় মুক্তি পাবে। সিনেমাটি প্রযোজনা করেছে এ ব্লু হোয়েল এন্টারটেইনমেন্ট এবং বিগ আর এন্টারটেইনমেন্ট।

কলকাতায় ‘ফ্ল্যাশব্যাক’ নামের সিনেমায় অভিনয় করছেন শবনম বুবলী। রাশেদ রাহা ও খায়রুল বাসার নির্ঝরের গল্পে সিনেমাটিতে তাঁর সঙ্গে আরও অভিনয় করছেন পশ্চিমবঙ্গের পরিচালক-অভিনেতা কৌশিক গাঙ্গুলি ও অভিনেতা সৌরভ দাস। থ্রিলারধর্মী সিনেমাটির চিত্রনাট্য খায়রুল বাসার নির্ঝরের। ইতিমধ্যে শেষ হয়েছে সিনেমাটির কলকাতা পর্বের শুটিং। কলকাতার পর্ব শেষে পরবর্তী শুটিং হবে পশ্চিমবঙ্গ রাজ্যের ডুয়ার্সে।   সিনেমার গল্পটি এগিয়েছে একজন লেখককে কেন্দ্র করে। গল্প অনেকটা এ রকম: মঞ্চের একসময়ের স্বনামধন্য ব্যক্তিত্ব অঞ্জন। বহুদিন ধরে সব ছেড়েছুড়ে সবকিছু থেকে দূরে। মাঝেসাঝে এখনো অঞ্জন অভিনয় করে।

তবে মঞ্চে কিংবা পর্দায় নয়, বাস্তবে। অন্যদিকে, ছবিতে অন্য এক চরিত্র ডিকে ভবঘুরে। কোথাও তার স্থায়ী ঠিকানা নেই। এ দুই চরিত্রের সঙ্গে তাল মিলিয়ে সমান গুরুত্বপূর্ণ চরিত্র চলচ্চিত্র নির্মাতা শ্বেতা। সে ভিন্নধারার মানুষের জীবন অদ্ভুতভাবে মিলিয়ে দেয়। পাহাড়ের প্রেক্ষাপটে তাদের দিনগুলো যেন রুপালি পর্দার থেকেও বেশি আকর্ষণীয় নিয়তি তাদের কোন পথে নিয়ে যাবে? তারই গল্প বলবে ‘ফ্ল্যাশব্যাকে’। ছবিতে ‘অঞ্জন’ কৌশিক গঙ্গোপাধ্যায়, ‘ডিকে’ সৌরভ দাস ও ‘চলচ্চিত্র নির্মাতা’র ভূমিকায় শবনম বুবলী।সিনেমাটি নিয়ে পরিচালক রাশেদ রাহা আজকের পত্রিকাকে বলেন, ‘আমি কৌশিক গাঙ্গুলির ভীষণ ভক্ত। নির্মাতার পাশাপাশি অভিনেতা হিসেবেও তিনি দুর্দান্ত।

আর ডিকে চরিত্রে অভিনয় করা সৌরভ দাসের সঙ্গে আমার আগেও কাজ হয়েছে, তিনিও একজন ভালো অভিনেতা।’   ওপারের নায়িকার বদলে বুবলীকে নেওয়া প্রসঙ্গে রাশেদ রাহা বলেন, ‘চলচ্চিত্র নির্মাতা শ্বেতা চরিত্রটির জন্য আমাদের বিবেচনায় অনেকেই ছিল, তবে আমাদের মনে হয়েছে বুবলীর মধ্যে সেই ক্যালিবার আছে।

সে যথেষ্ট পরিশ্রমী ও দায়িত্বশীল। এখন পর্যন্ত তাঁর যতগুলো দৃশ্য সম্পন্ন হয়েছে, আমরা সন্তুষ্ট ও ভীষণ আশাবাদী।’

  উল্লেখ্য, সিনেমাটি মুক্তি পাবে ভারতের বড় পর্দায়। এর যৌথ প্রযোজনায় আছেন নারায়ণ চট্টোপাধ্যায় ও কাজী জাফরিন মুন।কলকাতায় ‘ফ্ল্যাশব্যাক’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন বাংলাদেশের নায়িকা শবনম বুবলী। ইতিমধ্যেই শেষ হয়েছে সিনেমাটির কলকাতা পর্বের শুটিং, পরবর্তী শুটিং হবে ডুয়ার্সে। রাশেদ রাহা ও খায়রুল বাসার নির্ঝরের গল্পে সিনেমাটিতে বুবলীর সঙ্গে আরও অভিনয় করছেন পশ্চিমবঙ্গের পরিচালক–অভিনেতা কৌশিক গাঙ্গুলি ও অভিনেতা সৌরভ দাস।

clipping path tech

  গতকাল রোববার (১৪ জানুয়ারি) কলকাতার সাউথ সিটিতে এক সংবাদ সম্মেলনে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেন নির্মাতা, প্রযোজকেরা।   একটি গণমাধ্যমকে নায়িকা বুবলী জানান, এর আগেও একাধিকবার টালিউডের সিনেমার প্রস্তাব পেয়েছেন তিনি; তবে করা হয়ে ওঠেনি। ‘ফ্ল্যাশব্যাক’–এর গল্পটি তাঁর পছন্দ হয়েছে। সিনেমার মূল তিন চরিত্রে বুবলী ছাড়া বাকি দুই চরিত্রে থাকছেন টালিউডের নির্মাতা ও অভিনয়শিল্পী কৌশিক গাঙ্গুলী ও টালিউডের তরুণ অভিনেতা সৌরভ দাস।   এর আগেও একাধিকবার টালিউডের সিনেমার প্রস্তাব পেয়েছেন তিনি; তবে করা হয়ে ওঠেনি।

‘ফ্ল্যাশব্যাক’–এর গল্পটি তাঁর পছন্দ হয়েছে।

সিনেমার মূল তিন চরিত্রে বুবলী ছাড়া বাকি দুই চরিত্রে থাকছেন টালিউডের নির্মাতা ও অভিনয়শিল্পী কৌশিক গাঙ্গুলী ও টালিউডের তরুণ অভিনেতা সৌরভ দাস।বুবলীর ভাষ্যে, ‘কৌশিক গাঙ্গুলীর মতো গুণী নির্মাতা ও অভিনেতার সঙ্গে কাজের সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। রাশেদ রাহা ভাইয়ের মতো প্রমিজিং ডিরেক্টর সিনেমাটি পরিচালনা করছেন। সৌরভ দাস দাদাসহ সবার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ।’   সিনেমার দৃশ্যধারণে অংশ নিতে গত ৭ জানুয়ারি কলকাতায় উড়াল দিয়েছেন বুবলী। কলকাতাসহ আশপাশে দৃশ্য ধারণ করা হবে।

২৫ জানুয়ারি ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।   পাহাড়ের প্রেক্ষাপটে সিনেমার গল্প সাজানো হয়েছে। এতে দেখা যাবে, অঞ্জন (কৌশিক গাঙ্গুলী) নামের এক মঞ্চনাটকের খ্যাতিমান অভিনেতার সঙ্গে ভবঘুরে ডিকে (সৌরভ দাস) ও নির্মাতা শ্বেতার (বুবলী) দেখা হয়। কয়েকটি দিন সিনেমার চিত্রনাট্যের চেয়েও রোমাঞ্চকর হয়ে ওঠে।   সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাসার নির্ঝর। নির্মাতা রাশেদ রাহার সঙ্গে যৌথভাবে সিনেমার কাহিনিও লিখেছেন নির্ঝর। ছবিটি প্রযোজনা করেছেন নারায়ণ চট্টোপাধ্যায় ও কাজী জাফরিন মুন।

সম্পর্কিত খবর:

‘ফুড পয়জনিং’ নিয়ে হাসপাতালে পরীমনি

Share.
Leave A Reply

Exit mobile version