আপডেট :৪ মে ২০১৮, ০৭:২০ পিএম |  অনলাইন সংস্করণ    অভিনেতাসহ আহত 

দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, মডেল-অভিনেতাসহ আহত ৫

অভিনেতাসহ আহত

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিন তারকাসহ ৫ জন।

তারা হলেন লাক্স তারকা নাজিফা তুষি ও অভিনেতা শরিফুল রাজ, খাইরুল বাসার। আহতদের মধ্যে দুজনকে আইসিউতে নেয়ার ব্যাপার নিশ্চিত হওয়া গেছে। আহতরা গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মের জুনায়েদ বোগদাদী ও নাফিজার অবস্থা আশঙ্কাজনক। তারা আইসিইউতে ভর্তি আছেন।

metafore online

শুক্রবার (২৭ আগস্ট) সকালে গুলশান থানার উপ-পরিদর্শক মো সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে গুলশান-১ ও ২ নম্বরের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে। চালক অতিরিক্ত গতির কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খায়। এতে গাড়ির সামনের অংশ সম্পূর্ণ ভেঙে যায়। এ ঘটনায় চালকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

আহতরা গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে ইউনাইটেড হাসপাতালে ডিউটি ম্যানেজার মো. মতিয়ার বলেন, আহতদের মধ্যে দুজনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। আইসিইউতে যারা ভর্তি রয়েছেন তাদের শারীরিক অবস্থা ভালো নয়, তাদের অবস্থা আশঙ্কাজনক। তারা হলেন ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মের জুনায়েদ বোগদাদী ও নাফিজা। তিনি আরও বলেন, বাকি তিনজনের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে, তারা আশঙ্কামুক্ত। তারা সাধারণ বেডে চিকিৎসাধীন রয়েছেন।

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিচের গাড়ি দুমড়ে-মুচড়ে গেলেও বেঁচে গেলেন টালিউড অভিনেত্রী সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার রাতে ভারতের কলকাতায় এ ঘটনা ঘটেছে। স্থানীয় একটি হাসপাতাল থেকে নিজে ড্রাইভ করে যাচ্ছিলেন অভিনেত্রী। এ সময় উল্টো দিক থেকে আসা একটি টেম্পো ধাক্কা মারে তার গাড়িতে। এতে কোনোভাবে প্রাণে বেঁচে যান তিনি। স্থানীয় পুলিশ সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাত ২টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। টেম্পোটি সিগনাল ভেঙেই দুর্ঘটনা ঘটায় বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পরপরই টেম্পোচালককে গ্রেফতার করেছে পুলিশ। তার টেম্পোটিও জব্দ করা হয়েছে। দুর্ঘটনায় অভিনেত্রী সামান্য আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেয়া হয়।ভয়াবহ দুর্ঘটনা ঘটল মুম্বইয়ের বান্দ্রা-ওরলি সি লিঙ্কে। একটি গাড়ি এসে অপর একটি গাড়িকে ধাক্কা মারে। তার জেরে দুর্ঘটনায় পড়ে মোট ছ’টি গাড়ি। যে দুর্ঘটনায় ১৪ জন আহত হয়েছেন। তাঁদের চারজনের অবস্থা আশঙ্কাজনক। সেইসঙ্গে তৈরি হয়েছে প্রবল যানজট।1/5একের পর এক গাড়ির ধাক্কা। তার জেরে দুমড়ে-মুচড়ে গেল একাধিক গাড়ি। বৃহস্পতিবার রাত প্রায় ১১ টা নাগাদ এমনই ভয়াবহ দুর্ঘটনা ঘটল মুম্বইয়ের বান্দ্রা-ওরলি সি লিঙ্কে। সেই ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন।

clipping path tech

তাছাড়া আহত হয়েছেন আরও ১০ জন। সেই দুর্ঘটনার জেরে প্রবল যানজট তৈরি হয়।

2/5কীভাবে সেই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে? বান্দ্রা পুলিশের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত ১০ টা ৪৫ মিনিটে বান্দ্রা-ওরলি সি লিঙ্কের টোলপ্লাজায় একাধিক গাড়ির লাইন ছিল। সেইসময় ওরলির দিক থেকে আসা একটি টয়োটা ইনোভা সেই গাড়ির লাইনে ধাক্কা মারে। তার জেরে একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। (ছবি সৌজন্যে, বিজয় বাটে/হিন্দুস্তান টাইমস)3/5উত্তরমুখী একটি গাড়ি অপর একটি গাড়ির টপকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে।

যে গাড়িটিকে টপকে যাওয়ার চেষ্টা করে ওই ইনোভা, তা টোলপ্লাজায় দাঁড়িয়ে ছিল। সেই পরিস্থিতিতে ইনোভা বেরিয়ে যেতে পারেনি। তার জেরে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পড়ে ছ’টি গাড়ি। (ছবি সৌজন্যে, বিজয় বাটে/হিন্দুস্তান টাইমস)4/5দুর্ঘটনার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বান্দ্রা পুলিশ। আহতদের উদ্ধার করে দ্রুত সরকারি হাসপাতালে ভরতি করা হয়। পুলিশ সূত্রে খবর, ওই দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর। (ছবি সৌজন্যে, বিজয় বাটে/হিন্দুস্তান টাইমস)5/5বান্দ্রা পুলিশের এক অফিসার বলেছেন, ‘আহতদের চিকিৎসা চলছে। ওই দুর্ঘটনার জেরে যে যানজট তৈরি হয়েছে, তা ঠিক করার চেষ্টা চালাচ্ছে আমাদের দল।’ সেইসঙ্গে তিনি জানিয়েছেন যে যান চলাচল স্বাভাবিক করার পর এফআইআর দায়ের প্রক্রিয়া শুরু করা হবে

সম্পর্কিত খবর:

এফডিসিতে শিল্পী সমিতির ভোট গ্রহণ চলছে

Share.
Leave A Reply

Exit mobile version