সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

1.ডলার কিনে রিজার্ভ বাড়াচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত পূরণের জন্য ডলার কিনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক, যদিও বাজারে এখনো ডলারসংকট চলছে। ডলার বিক্রি করার মতো পরিস্থিতিতে নেই ব্যাংকগুলো। এরপরও কিছু ব্যাংক উচ্চমূল্যে প্রবাসী আয়ের ডলার কিনে তা আবার কেন্দ্রীয় ব্যাংকের কাছে কম মূল্যে বিক্রি করতে বাধ্য হচ্ছে। এতে কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

2.‘শফি ভাই’ ছাত্রলীগের বাকির এক টাকাও পাননি

metafore online

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমস্ত্রী অসুস্থ। হাতে টাকা নেই। ভালো চিকিৎসা করাতে পারছেন না। তবু ক্যানটিন চালাতে হচ্ছে। এক বছর আগে বাকি দিয়ে বিপাকে পড়ে নোটিশ ঝুলিয়েছিলেন। কিন্তু এক বছরে এক টাকাও কেউ দেননি। ওই নোটিশের পর গণমাধ্যমে খবর এলে বাকি খাওয়া ছাত্রলীগের নেতা-কর্মীরা বাকি পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ক্যানটিনমালিক বললেন, ‘তাঁরা আমাকে নিরাকার করে ফেলেছেন।’

3.প্রান্তিক মানুষের সংগ্রাম বনাম কোটিপতি ক্লাব

চরম অস্বস্তি নিয়ে গার্ডিয়ান-এর ২৩ ডিসেম্বর ২০২৩-এর প্রতিবেদনটা পড়ছি। শিরোনামটা এমন দেওয়া হয়েছে, যাকে বলা যেতে পারে ক্লিক-বেইট, যুক্তরাজ্যের জন্য যে নারী ক্রিসমাসের জাম্পার বানাচ্ছেন, তিনি যৌনকর্মী হয়ে যাচ্ছেন খরচ জোগানোর জন্য। কাহিনি বাংলাদেশের, কেরানীগঞ্জের নদীর ধারের।

4.সৌদি আরবে নতুন সোনার খনির সন্ধান

সৌদি আরবে নতুন সোনার খনির সন্ধান পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সৌদি অ্যারাবিয়ান মাইনিং কোম্পানি (মাদেন) এ ঘোষণা দিয়েছে। কোম্পানির এক বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের মক্কা অঞ্চলের একাধিক স্থানে সোনার নতুন খনির সন্ধান পাওয়া গেছে। এগুলো কোম্পানিটির বিদ্যমান মানসুরা মাসারাহ সোনার খনির দক্ষিণে অবস্থিত।

5.অহংকার, বেপরোয়া জীবনযাপন, বদমেজাজ তাঁকে ‘একা’ করে দিয়েছিল

সুদর্শন এক যুবক। তাঁর অভিনয়ের আঙ্গিক, সংলাপ বলার কায়দা—সবই ছিল অন্য রকম, বরাবরই ছিলেন ‘টক অব দ্য টাউন’। তাঁকে বলা হতো ‘কিং অব রোমান্স’। সত্তরের দশকে ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার উজ্জ্বলতম নক্ষত্র ছিলেন রাজেশ খান্না। অনেকে বলে থাকেন, তিনিই রঙিন যুগের বলিউডের প্রথম সুপারস্টার।

এফ) ঋণের শর্ত পূরণের জন্য ডলার কিনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক, যদিও বাজারে এখনো ডলারসংকট চলছে। ডলার বিক্রি করার মতো পরিস্থিতিতে নেই ব্যাংকগুলো। এরপরও কিছু ব্যাংক উচ্চমূল্যে প্রবাসী আয়ের ডলার কিনে তা আবার কেন্দ্রীয় ব্যাংকের কাছে কম মূল্যে বিক্রি করতে বাধ্য হচ্ছে। এতে কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।স্ত্রী অসুস্থ। হাতে টাকা নেই। ভালো চিকিৎসা করাতে পারছেন না। তবু ক্যানটিন চালাতে হচ্ছে। এক বছর আগে বাকি দিয়ে বিপাকে পড়ে নোটিশ ঝুলিয়েছিলেন। কিন্তু এক বছরে এক টাকাও কেউ দেননি।

clipping path tech

ওই নোটিশের পর গণমাধ্যমে খবর এলে বাকি খাওয়া ছাত্রলীগের নেতা-কর্মীরা বাকি পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ক্যানটিনমালিক বললেন, ‘তাঁরা আমাকে নিরাকার করে ফেলেছেন।’চরম অস্বস্তি নিয়ে গার্ডিয়ান-এর ২৩ ডিসেম্বর ২০২৩-এর প্রতিবেদনটা পড়ছি। শিরোনামটা এমন দেওয়া হয়েছে, যাকে বলা যেতে পারে ক্লিক-বেইট, যুক্তরাজ্যের জন্য যে নারী ক্রিসমাসের জাম্পার বানাচ্ছেন, তিনি যৌনকর্মী হয়ে যাচ্ছেন খরচ জোগানোর জন্য। কাহিনি বাংলাদেশের, কেরানীগঞ্জের নদীর ধারের।সৌদি আরবে নতুন সোনার খনির সন্ধান পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সৌদি অ্যারাবিয়ান মাইনিং কোম্পানি (মাদেন) এ ঘোষণা দিয়েছে।

কোম্পানির এক বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের মক্কা অঞ্চলের একাধিক স্থানে সোনার নতুন খনির সন্ধান পাওয়া গেছে। এগুলো কোম্পানিটির বিদ্যমান মানসুরা মাসারাহ সোনার খনির দক্ষিণে অবস্থিত।সুদর্শন এক যুবক। তাঁর অভিনয়ের আঙ্গিক, সংলাপ বলার কায়দা—সবই ছিল অন্য রকম, বরাবরই ছিলেন ‘টক অব দ্য টাউন’। তাঁকে বলা হতো ‘কিং অব রোমান্স’। সত্তরের দশকে ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার উজ্জ্বলতম নক্ষত্র ছিলেন রাজেশ খান্না। অনেকে বলে থাকেন, তিনিই রঙিন যুগের বলিউডের প্রথম সুপারস্টার।

সম্পর্কিত খবর:

লাঙ্গল ঠেকাতে বিএনপির সাবেক নেত্রীর ট্রাকে ঝুঁকছে আওয়ামী লীগ

Share.
Leave A Reply

Exit mobile version