আপডেট : সোমবার ডিসেম্বর ২৫, ২০২৩ ০৯:৪০ পিএম |  অনলাইন সংস্করণ    ময়মনসিংহ 
আজ তারাগঞ্জ ও পীরগঞ্জে প্রধানমন্ত্রীর নির্বাচনী সভা

  ময়মনসিংহ 

মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের পর সন্ধ্যা ৬টার দিকে এ দুই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-সিলেট রেলরুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে আব্দুল্লাপুর এলাকায় ময়মনসিংহ-টঙ্গী রেলরুটে একটি মালবাহী ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-সিলেট রেলরুটে শিডিউল বিপর্যয় দেখা দেয়। ট্রেনের বগি উদ্ধারের পর সন্ধ্যা ৬টার দিকে এ দুই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ছোটন শর্মা দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বগিগুলো লাইন থেকে সরানো হয়েছে।

clipping path tech

পরে লাইন মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’সকালে দুই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেলে ময়মনসিংহ থেকে ঢাকামুখী ‘একতা এক্সপ্রেস’, ‘জামালপুর কমিউটার’, ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ এবং সিলেট থেকে ঢাকামুখী ‘কালনি এক্সপ্রেসের’ শিডিউল বিপর্যয় হয়।৮ ঘণ্টা পর ময়মনসিংহ ও সিলেটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের পর সন্ধ্যা ৬টার দিকে এ দুই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আজ সোমবার সকাল ১০টার দিকে আব্দুল্লাপুর এলাকায় ময়মনসিংহ-টঙ্গী রেলরুটে একটি মালবাহী ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-সিলেট রেলরুটে শিডিউল বিপর্যয় দেখা দেয়।ট্রেনের বগি উদ্ধারের পর সন্ধ্যা ৬টার দিকে এ দুই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ছোটন শর্মা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বগিগুলো লাইন থেকে সরানো হয়েছে। পরে লাইন মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

‘ সকালে দুই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেলে ময়মনসিংহ থেকে ঢাকামুখী ‘একতা এক্সপ্রেস’, ‘জামালপুর কমিউটার’, ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ এবং সিলেট থেকে ঢাকামুখী ‘কালনি এক্সপ্রেসের’ শিডিউল বিপর্যয় হয়।আজ সোমবার সকাল ১০টার দিকে আব্দুল্লাপুর এলাকায় ময়মনসিংহ-টঙ্গী রেলরুটে একটি মালবাহী ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়।

বুধবার সকালে জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের হিজলতলীতে এ দুর্ঘটনা ঘটে। এ কারণে রাজধানী ঢাকার সঙ্গে পশ্চিমাঞ্চলের রেল চলাচল বন্ধ ছিল। জয়দেবপুর রেলওয়ের স্টেশন মাস্টার মো. রেজাউল করিম বলেন, আখাউড়া থেকে দিনাজপুরের পার্বতীপুরগামী মালবাহী ট্রেন রাত সাড়ে ১২টার দিকে কালিয়াকৈর উপজেলার বাজ হিজলতলি এলাকায় পৌঁছালে লাইনচ্যুত হয়।

metafore online

পরে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনকে উদ্ধার করলে সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। এ ঘটনায় লালমনি এক্সপ্রেস মৌচাক স্টেশনে, পঞ্চগড় এক্সপ্রেস জয়দেবপুর স্টেশনসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে আছে। ময়মনসিংহে রেললাইনে উঠে পড়া বালুবোঝাই একটি ট্রাকে বলাকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। সোমবার দুপুর দেড়টার দিকে শম্ভুগঞ্জের চর রঘুরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় দুই ঘণ্টা পর উদ্ধার কাজ শেষে ছেড়ে গেছে দুর্ঘটনা কবলিত বলাকা এক্সপ্রেস ট্রেন।

এতে দুই ঘণ্টা পর ময়মনসিংহের সঙ্গে নেত্রকোণা ও ভৈরব রেলপথ এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে যানচলাচল স্বাভাবিক হয়েছে। কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নেত্রকোণার দুর্গাপুরের জারিয়া থেকে আসা বলাকা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহের শম্ভুগঞ্জের চর রঘুরামপুর ক্রসিং পার হচ্ছিলো। সেখানে ব্যারিয়ার না থাকায় বালুবোঝাই একটি ট্রাক রাস্তা থেকে লাইনে উঠে পড়ে। ট্রেনের ধাক্কায় পাশে ছিটকে পড়ে ট্রাকটি। আর ট্রেনটি প্রায় এক কিলোমিটার সামনে গিয়ে থেমে যায়। এতে ঘটনাস্থলে চারজন নিহত হন। চারজনই ট্রেনের যাত্রী বলে ধারণা করা হচ্ছে। তাদের একজনের মরদেহ ট্রাকের পাশে পড়ে ছিলো এবং একজনের মরদেহ ট্রেনের সামনের অংশে ঝুলে ছিলো। এখন পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।

সম্পর্কিত খবর:

নৌকার সমর্থকরা কারও ওপর হামলা করেননি, দাবি এমপি ছেলুন জোয়ার্দ্দারের

Share.
Leave A Reply

Exit mobile version