আপডেট : মঙ্গলবার ডিসেম্বর ২৬, ২০২৩ ১০:৪০ পিএম |  অনলাইন সংস্করণ      পাটুরিয়ায়

আরিচায় ৮ ঘণ্টা, পাটুরিয়ায় ৬ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

  পাটুরিয়ায়

‘নৌপথের দুর্ঘটনা এড়াতে আজ ভোররাত পৌনে একটায় আরিচা-কাজিরহাট নৌপথে ও ভোররাত সোয়া দুইটায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

’ ঘন কুয়াশার কারণে আট ঘণ্টা পর আরিচা-কাজিরহাট ও ছয় ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে কুয়াশা কেটে যাওয়ায় ফেরি চলাচল শুরু হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নৌপথের দুর্ঘটনা এড়াতে আজ ভোররাত পৌনে একটায় আরিচা-কাজিরহাট নৌপথে ও ভোররাত সোয়া দুইটায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।’ তিনি আরও বলেন, ‘দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় আরিচা-কাজিরহাট নৌপথে যমুনা নদীর মাঝখানে ‘ফেরি শাহ আলী’ ও আরিচা ঘাটে ‘ফেরি রুহুল আমিন’, ‘বেগম রোকেয়া’ ও ‘বেগম সুফিয়া কামাল’ যাত্রী ও যানবাহন বোঝাই করে নোঙর করে থাকতে বাধ্য হয়।

এ দিকে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পদ্মা নদীর মাঝখানে ফেরি ‘বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর’, ‘খানজাহান আলী’, ‘এনায়েতপুরী’ ও ‘ফরিদপুর’ নোঙর করে থাকে। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ছয় ফেরি ‘গোলাম মাওলা’, ‘শাহ পরান’, ‘ভাষা শহীদ বরকত’, ‘হাসনা হেনা’ ও ‘বনলতা’ এবং রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে চার ফেরি ‘বীর শ্রেষ্ঠ মতিউর রহমান’, ‘রজনীগন্ধা’, ‘করবী’ ও ‘কেরামত আলী’ যাত্রী এবং যানবাহন বোঝাই করে নোঙর করে থাকতে বাধ্য হয়। দীর্ঘ সময় এই দুই নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় এই পথের যাত্রী, গাড়ির চালক ও তাদের সহযোগীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়।

metafore online

পদ্মা নদীতে কমেছে কুয়াশার ঘনত্ব। এর ফলে ছয় ঘণ্টা পর ফের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে এমন তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, রাত দুইটার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় মাঝ নদীতে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে নোঙ্গর করে। সকাল ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে আসলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরও বলেন, মাঝ নদীতে আটকে থাকা ফেরিগুলো তীরে এসে পৌঁছেছে এবং যানবাহন আনলোড করেছে। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় বেশ কিছু পণ্য বোঝাই ট্রাক আটকে আছে। ওই ট্রাকগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে।৬ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে কুয়াশার মাত্রা কেটে গেলে ওই দুই নৌরুটে ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে মধ্যরাত ২টার থেকে ফেরি চলাচল বন্ধ করেন কর্তৃপক্ষ।ঘাট সূত্র জানায়, রাত ১২টার পর থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। মধ্যরাত ২টার দিকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না।

clipping path tech

এ সময় দুর্ঘটনা এড়াতে নৌ-রুট দুটিতে ফেরি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়।

মাঝ নদীতে আটকা পড়ে ছোট-বড় পাঁচটি ফেরি।ঘাটের ব্যবস্থাপনা পরিচালক শাহ মো. খালিদ নেওয়াজ জানান, যাত্রী, যানবাহন এবং ব্যবসায়ীদের কথা চিন্তা করে সকাল ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। তাছাড়া ঘাটেও তেমন কোনো যানজট বা যানবাহন নেই। ঘাট অনেকটা স্বাভাবিক রয়েছে। যানবাহন আসা মাত্রই আমরা পার করে দিচ্ছি। ঘাটের ব্যবস্থাপনা পরিচালক শাহ মো. খালিদ নেওয়াজ জানান, যাত্রী, যানবাহন এবং ব্যবসায়ীদের কথা চিন্তা করে সকাল ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। তাছাড়া ঘাটেও তেমন কোনো যানজট বা যানবাহন নেই। ঘাট অনেকটা স্বাভাবিক রয়েছে। যানবাহন আসা মাত্রই আমরা পার করে দিচ্ছি।

সম্পর্কিত খবর:

সুরেশ ওয়াদেকর এ আর রহমানের সাথে ঝগড়ার কথা স্মরণ করেছেন, প্রকাশ করেছেন যে তারা রঙ্গিলা গানের পরে একসঙ্গে কাজ করেননি: ‘আমি তার সিস্টেম পছন্দ করি না’

Share.
Leave A Reply

Exit mobile version