রাজধানীতে আরও একটি বাসে আগুন

বিএনপির ডাকা ৩৬ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন আজ বুধবার বিকেলে রাজধানীতে আরও একটি বাসে আগুন দেওয়া হয়েছে।

বেলা পৌনে তিনটার দিকে শাহবাগ মোড়ে বঙ্গবন্ধু এয়ারপোর্ট পরিবহন নামের যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার খবর পায় ফায়ার সার্ভিস। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার প্রথম আলোকে বলেন, বাসটি গুলিস্তান থেকে যাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল। বেলা পৌনে তিনটার দিকে শাহবাগ মোড়ে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। 

পরে তারা বাসের আগুন নিভিয়ে ফেলে। এর আগে আজ সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর জিগাতলায় রজনীগন্ধা পরিবহন নামের যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় আগুন নেভায়। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি। বিএনপির ডাকে একাদশতম দফার এই অবরোধ শুরু হয় গতকাল মঙ্গলবার সকাল ছয়টায়, অবরোধ শেষ হবে আজ সন্ধ্যা ছয়টায়। গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় বিএনপি। এর পর থেকে দলটি এক-দুই দিন পরপর কখনো অবরোধ, কখনো হরতালের মতো কর্মসূচি দিয়ে যাচ্ছে।

clipping path tech

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন এবং নেতা-কর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এসব কর্মসূচি পালন করছে বিএনপি।

২৮ অক্টোবর থেকে আজ পর্যন্ত (১৩ ডিসেম্বর) সারা দেশে ২৫০টির বেশি যানবাহনে (ট্রেন ছাড়া) অগ্নিসংযোগ করা হয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস সূত্র ও প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে যানবাহনে অগ্নিসংযোগের এই হিসাব পাওয়া গেছে।রাজধানী ঢাকায় আরও একটি বাসে আগুন দেয়া হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর তেজগাঁও এলাকার কলোনি বাজার মোড়ে বিবিএস ক্যাবলস কোম্পানির একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন দেয়ার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তেজগাঁও ফায়ার স্টেশনের ২টি ইউনিট। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।ঘটনার একটি ভিডিও সময় সংবাদের হাতে এসেছে। তাতে দেখা যাচ্ছে, বিবিএস ক্যাবলসের একটি হলুদ রঙের বাস দাউ দাউ করে জ্বলছে।

আর সেই আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। রাজধানীর গুলিস্তান টোল প্লাজার পাশে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটি রজনীগন্ধা পরিবহনের বলে জানা গেছে। শনিবার রাত ৯টা ১৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, রাজধানীর গুলিস্তান টোল প্লাজার পাশে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ৯টা ১৯ মিনিটে সিদ্দিক বাজার ইউনিটের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও একটি ইউনিট আগুন নেভাতে কাজে যোগ দেয়। তিনি জানান, দুটি ইউনিট আট মিনিটের চেষ্টায় আগুন নির্বাপণ করে।

ঢাকা, ২৪ ডিসেম্বর, ২০২৩ (বাসস) : বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা অবরোধ ও হরতাল কর্মসূচি চলাকালে রাজধানীতে আরও ৪ টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এসব ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে, গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার ও আজ রোববার রাজধানীর জুরাইনের পোস্তগোলায় রাইদা পরিবহনে, কলাবাগান বাস স্ট্যান্ডে শিকড় পরিবহন, মিরপুর ১৩ বাংলাদেশ কৃষি ব্যাংকের সামনে ট্রাস্ট পরিবহন ও গুলিস্তান টোল প্লাজার পাশে রজনীগন্ধা বাসে অগ্নিসংযোগ করেছে নাশকতাকারীরা। ‘দি লাইফ সেভিং ফোর্স বাহিনী’র উপসহকারী পরিচালক (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বাসসকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ রাজধানীর জুরাইনের পোস্তগোলায় রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কাজ করে আগুন নির্বাপণ করে। রোববার দুপুর ২টা ৪০ মিনিটে বাসে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিমও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ বেলা ২টা ৪০ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে পোস্তগোলা সালাউদ্দিন পাম্পের পাশে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে দুটি ইউনিট কাজ করে আগুন নির্বাপণ করে। এদিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল সূত্র জানিয়েছে, শনিবার রাত ১০ টা ৫০ মিনিটে কলাবাগান বাস স্ট্যান্ড ৯ নম্বর রোড মিরপুর মেট্রো সার্ভিসের ১টি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত ১১ টায় মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং ১১ টা ১৩ মিনিটে আগুন নির্বাপণ করে। হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

metafore online

একই রাত সাড়ে ১১টায় মিরপুর ১৩ বাংলাদেশ কৃষি ব্যাংকের সামনে ট্রাস্ট পরিবহনের ১টি যাত্রীবাহী বাসে আগুন দেয় নাশকতাকারীরা।

পরে খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১০ টা ৫২ মিনিটে আগুন নেভায়। হতাহতের কোন খবর পাওয়া যায়নি। সূত্র জানিয়েছে, শনিবার রাত সোয়া ৯টায় গুলিস্তান টোল প্লাজার পাশে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাসস্থলে পৌঁঁছে রাত ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস মিডিয়া সেল সূত্রে জানা গেছে, ২৮ অক্টোবর থেকে ১৯ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত সারাদেশে স্থাপনাসহ ২৮৪টি যানবাহনে অগ্নিসংযোগের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এতে মোট ২৮০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, অগ্নিসংযোগকৃত যানবাহনের মধ্যে রয়েছে, ১৭৫টি বাস, ৪৫টি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান, ৮টি মোটরসাইকেল এবং অন্যান্য গাড়ি ২৯টি। উল্লেখ্য, ২১ থেকে ২৩ ডিসেম্বর (বৃহস্পতি থেকে শনিবার) দেশব্যাপী গণসংযোগ এবং আজ রোববার সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।

সম্পর্কিত খবর:

মেডিকেল ভর্তির প্রশ্নপত্র ফাঁসে পাঁচ চিকিৎসকসহ গ্রেপ্তার ৯

Share.
Leave A Reply

Exit mobile version