বাংলাদেশের বিদেশি মুদ্রার রিজার্ভ অনেকটা কমে যাওয়ার কারণে লেনদেন ভারসাম্য বা ব্যালান্স অব পেমেন্ট (বিওপি) নিয়ে মাঝারি মাত্রার ঝুঁকি আছে বলে মনে করছে বৈশ্বিক ঋণমান নির্ণয়কারী সংস্থা মুডিস ইনভেস্টরস সার্ভিস।মুডিস বলছে, বাংলাদেশের বাজার অতটা উন্মুক্ত নয়

metafore online

 

মুডিসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার রপ্তানি খাত ছোট হওয়ার কারণে তাদের ব্যালান্স অব পেমেন্টের সংকটে পড়ার আশঙ্কা বেশি।ভারত তুলনামূলক ভালো অবস্থানে থাকলেও বাজার আরও উন্মুক্ত না করলে তারাও বিপদে পড়তে পারে।

clipping path tech

দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে অন্যান্য দেশের খুব একটা উন্মুক্ত বাণিজ্য চুক্তি নেই। সে কারণে বৃহত্তর বাজারের সুবিধা তারা তেমন একটা পায় না। সেই সঙ্গে তাদের বাজার অতটা উন্মুক্ত নয়, তাই দীর্ঘ মেয়াদে তাদের প্রবৃদ্ধিতে প্রভাব পড়তে পারে।দক্ষিণ এশিয়ার এই চারটি দেশই সে কারণে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করে মুডিস।

Share.
Leave A Reply

Exit mobile version