বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, শীতকালীন শাকসবজি, চাল, তেল, ডাল, আলু, মুরগিসহ অনেক খাদ্যপণ্যের দাম আগের চেয়ে অনেকটাই কমতে শুরু করেছে। bd news bangla

তবে চিনির আমদানি কর কমাতে এনবিআরকে চিঠি দেওয়া হলেও ডলারের দর বৃদ্ধির কারণে তা সম্ভব হয়নি। উৎপাদনও নেই দেশীয় চিনির, ভারতীয় চিনি আমদানিও বন্ধ রয়েছে। সেই কারণে আপাতত চিনির দাম কমানোর কোনো সুযোগ নেই।

Buy Database Online – classy database

আজ বুধবার (২৯ নভেম্বর) সকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

clipping path tech

বানিজ্যমন্ত্রী বলেন, রংপুর-৪ কাউনিয়া-পীরগাছা আসনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এই আসনে যাকে মনোনয়ন দিতেন, তিনি তার পক্ষ হয়ে কাজ করতেন। রংপুরের উন্নয়নের দায়িত্ব কাঁধে নিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই। সুতরাং উন্নয়ন নিয়ে কোনো সংশয় নেই।

দ্বাদশ জাতীয় নির্বাচনে রংপুর-৪ কাউনিয়া-পীরগাছা আসনে পুনরায় দলীয় মনোনয়ন পাওয়া বিষয়ে টিপু মনুশি বলেন, এই নির্বাচন শুধু নিজের জন্য নয়, নৌকার জন্য ও উন্নয়নের জন্য নির্বাচন।

metafore online

এই সময় টপু মুনশি আরও বলেন, উত্তরে গ্যাস এসেছে। অর্থনৈতিক জোন তৈরি হচ্ছে। এখানকার মানুষের কর্মসংস্থানের জন্য রংপুরের নামে একটি ইপিজেড বাস্তবায়নে চিঠি চালাচালি চলছে। নির্বাচন শেষে আগামী বছর প্রধানমন্ত্রী সদয় হয়ে এই ঘোষণা তিনি নিজেই দেবেন বলে আশা করি।

উদ্যোক্তাদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

উদ্যোক্তাদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

 

টিপু মুনশি বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপে পোশাক রপ্তানি বন্ধের যে পাঁয়তারা হচ্ছে, তা সফল হবে না। রাজনীতি ও ব্যবসা আলাদা জিনিস। তারা এমন কিছু করবে না যাতে বাংলাদেশের পোশাক শিল্পে প্রভাব পড়ে।

চিনি আমদানিতে কর কমাতে এনবিআরকে চিঠি দেওয়া হলেও ডলারের দাম বৃদ্ধির কারণে তা সম্ভব হয়নি জানিয়ে তিনি বলেন, দেশে চিনির উৎপাদনও নেই, ভারতীয় চিনি আমদানিও বন্ধ। ফলে আপাতত চিনির দাম কমার সুযোগ নেই।

তবে শীতকালীন শাক-সবজী ও চাল, তেল, ডাল, আলু, মুরগিসহ অনেক খাদ্যপণ্যের দাম আগের চেয়ে অনেকটাই কমেছে বলে দাবি করেন বাণিজ্যমন্ত্রী।

পূর্বপশ্চিমবিডি/এসএম

সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে শেয়ারবাজারে – Bangla news

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে এদিন ডিএসইতে টাকার অংকে বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্পর্কিত খবর bd news bangla

সূত্র মতে, বুধবার (২৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ১৫ দশমিক ৭২ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। সূচকটি আজ বাজার শেষে ৬ হাজার ২১৮ পয়েন্টে দাড়িয়েছে।  bd news bangla

এদিন প্রধান সূচকের সঙ্গে ডিএসইর শরীয়াহ্ সূচকে ৪ দশমিক ৬৮ পয়েন্ট এবং ডিএস৩০ সূচকে ৩ দশমিক ৯৭ পয়েন্ট যোগ হয়েছে।

ডিএসইতে আজ মোট ৩০২ কোটি ৯৫ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৯৭ কোটি ২০ লাখ টাকা। bd news bangla

আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ২৯৫ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৩টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ১২৩ কোম্পানির। বাকি ১৯ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।

Share.
Leave A Reply

Exit mobile version